ব্য়ক্তি স্বাধীনতার মত ধর্মীয় স্বাধীনতাও মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ : মার্কিন রাষ্ট্রদূত

Last Updated:

মানুষের জীবনে স্বাধীনতার গুরুত্ব ঠিক যতখানি ঠিক ততটাই ধর্মীয় স্বাধীনতার গুরুত্বও ৷ এমনই মনে করছেন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে ৷ বুধবার এক অনুষ্ঠানে তিনি মনে করিয়ে দিয়েছেন মানুষ যতই উন্নত বা সভ্য হোক না কেন ?

#নয়াদিল্লি: মানুষের জীবনে স্বাধীনতার গুরুত্ব ঠিক যতখানি ঠিক ততটাই ধর্মীয় স্বাধীনতার গুরুত্বও ৷ এমনই মনে করছেন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি ৷ বুধবার এক অনুষ্ঠানে তিনি মনে করিয়ে দিয়েছেন মানুষ যতই উন্নত বা সভ্য হোক না কেন ?
ধর্মীয় স্বাধীনতা মানুষকে সুষ্ঠুভাবে বাঁচতে সাহায্য করে ৷ ভারত-আমেরিকার সম্পর্কের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনার সময়ে ই বিষয়ে আমেরিকার বক্তব্য পরিষ্কার করেছেন নিক্কি ৷
আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে প্রথম ভারত সফরেই ভারতীয় বংশভূত নিক্কি হ্যালি এক শিখ পরিবারে তাঁর জন্ম ৷ বুধবার বেশ কিছু বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি যা হয়ত ভারত-আমেরিকার আগামী দিনের সম্পর্ক আরও মজবুত করবে ৷ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধার্মিক স্বাধীনতার পক্ষেই তিনি সওয়াল করেছেন ৷
advertisement
advertisement
বুধবার দু'দিনের ভারত সফরের প্রথম দিনে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে গিয়ে মন্তব্য করেছেন নানা বিষয়ের ওপরে ৷ জানিয়েছেন যে তিনি খুব খুশি হয়েছেন এই দেশে আসতে পেরে ৷ তাঁর যেন মনে হচ্ছে নিজের বাড়িতেই ফিরে এসেছেন ৷ এমনই অনুভূতির বিশেষ প্রান্তে পৌঁছে তিনি ছোটবেলার নানান স্মৃতি আরও একবার স্মরণ করেছেন ৷
advertisement
তিনি আশাপ্রকাশ করেছেন ভারত-আমেরিকার সম্পর্ক আগামী দিনে আরও পোক্ত হবে ৷ এর আগে ২০১৪ সালে তিনি ভারত সফরে এসে ছিলেন তখন তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্য়ক্তি স্বাধীনতার মত ধর্মীয় স্বাধীনতাও মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ : মার্কিন রাষ্ট্রদূত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement