কাশ্মীরে মৃত্যুমিছিল! বৈষ্ণোদেবী যাত্রাপথে ১৫ জন ভক্তের মৃত্যু! আহত ৬, অবস্থা আশঙ্কাজনক
- Published by:Tias Banerjee
Last Updated:
বৈষ্ণোদেবীতে ভূমিধসে মৃত ১৫ ভক্ত! বৃষ্টি তাণ্ডবে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর; অমিত শাহের ফোনে মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরকে আশ্বাস।
বৈষ্ণোদেবী যাত্রাপথে অর্ধকুয়াড়ি-র ইন্দরপ্রস্থ ভোজনালয়ের কাছে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫ জন ভক্তের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহগুলি কাটরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছ’জনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকাজ চলছে জোরকদমে, মোতায়েন করা হয়েছে বিপুল জনবল ও যন্ত্রপাতি। শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ত্রাণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করছে।
advertisement
advertisement
Rescue and Relief Operations in Ardhkuwari, Katra, Jammu region
Due to continuous heavy rain in Katra and nearby area today, landslides near Ardhkuwari injured several pilgrims. 6 Bn #CRPF‘s troopers swiftly launched rescue ops, safely evacuating the injured to CHC Katra. The… pic.twitter.com/eD3rKpsdMx
— 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) August 26, 2025
advertisement
বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত
প্রবল রাতভর বৃষ্টির জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। জম্মুর একাধিক জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে কারণ বড় বড় নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ভক্তদের কেবলমাত্র শ্রাইন বোর্ডের সরকারি নির্দেশিকা ও আপডেট মেনে চলার অনুরোধ করা হয়েছে।
advertisement
লাল সতর্কতা, আরও ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জম্মু-কাশ্মীরের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী সময়ে আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রামবান এবং কিশতওয়ার জেলা বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। চেনাব নদী বিপদসীমার উপরে বইছে, ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর দল।
advertisement
বাসিন্দাদের, বিশেষত নদী তীরবর্তী মানুষদের, ঘরের ভেতরে থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 10:18 PM IST