নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ
Last Updated:
অপহরণ করে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ছ’জনের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিহারের বক্সার জেলায় ঘটেছে ৷ মার্চের ২৪ তারিখ নাবালিকার গ্রামের কয়েকজন ব্যক্তি মেয়েটির বাড়ি থেকে তাকে অপহরণ করে ৷ এরপর তাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ অভিযুক্তদের কবল থেকে কোনও রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সফল হয় নাবালিকা ৷ শুক্রবার নিজের বাড়িতে ফিরে আস্ নাবালিকা ৷ বাড়ির সদস্যদের সমস্ত ঘটনাটি জানালে স্থানীয় থানায় অবিযোগ দায়ের করে নির্যাতিতার বাবা ৷ নাবালিকার বয়ানের ভিত্তি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
#পটনা: অপহরণ করে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ছ’জনের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিহারের বক্সার জেলার ৷ মার্চের ২৪ তারিখ নাবালিকার গ্রামের কয়েকজন ব্যক্তি মেয়েটির বাড়ি থেকে তাকে অপহরণ করে ৷ এরপর তাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ এই ভাবেই প্রায় ১৫ দিন কেটে যায় ৷ অবশেষে অভিযুক্তদের কবল থেকে কোনও রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সফল হয় নাবালিকা ৷ শুক্রবার নিজের বাড়িতে ফিরে আসে নাবালিকা ৷ বাড়ির সদস্যদের সমস্ত ঘটনাটি জানালে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার বাবা ৷ নাবালিকার বয়ানের ভিত্তি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2016 5:49 PM IST