• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • বাজারে আসছে নয়া ১০০ টাকার কয়েন, থাকছে বাজপেয়ীর মুখ

বাজারে আসছে নয়া ১০০ টাকার কয়েন, থাকছে বাজপেয়ীর মুখ

Photo- PTI

Photo- PTI

 • Share this:

  #নয়াদিল্লি : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি এবার আসতে চলেছে ভারতীয় টাকায় ৷ ১০০ টাকার নয়া কয়েনে থাকবে বাজপেয়ীর মুখ ৷

  কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম ৷ কয়েনের একদিকে থাকবে বাজপেয়ীজির মুখ সেখানে ইংরাজিতে ও দেবনাগরী হরফে লেখা থাকবে তাঁর নামও ৷ ছবির নিচে থাকবে ১৯২৪ থেকে ২০১৮ লেখাটা ৷ যা অটল বিহারী বাজপেয়ীর জীবনকাল বোঝাবে ৷

  অন্যদিকে থাকবে অশোক স্তম্ভ যেখানে সত্যমেব জয়তে লেখা থাকবে ৷ দেবনাগরীতে লেখা থাকবে ভারত ও ইংরাজিতে ইন্ডিয়া ৷ তার নিচে লেখা থাকবে মুদ্রার মান ১০০ ৷

  আরও পড়ুন - কচুরির দোকানের তরকারি সহজেই বানান বাড়িতে, শিখে নিন সহজ রেসিপি, জমিয়ে দিন রবিবার সকাল

   ২০১৮ সালে ১৬ অগাস্ট ৯৩ বছর বয়সে মারা গিয়েছিলেন বাজপেয়ী ৷ ১৯৯৬ সালে ১৩ দিন, ১৯৯৮ সালে ১৩ মাস ও ১৯৯৯ সালে ৬ বছরের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি ৷

     
  First published: