ছত্তীসগড়ে ক্ষমতা ধরে রাখতে বিস্ফোরক নরেন্দ্র মোদি, বিঁধলেন রাহুল-সনিয়াকে

Last Updated:
#বিলাসপুর: একাধিক মাওবাদী হামলা । সাংবাদিকের মৃত্যু । IED পোঁতা রয়েছে যত্রতত্র। ২৪ ঘন্টা প্রহরা সত্ত্বেও একের পর এক মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগড় । তার মধ্যেই ছত্তীসগড়ে চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ৷ মাও অধ্যুষিত ১৮টি আসনে চলছে ভোটগ্রহণ ৷ আগামী ২০ নভেম্বর ৭২ টি আসনে হবে ভোটগ্রহণ ৷ সেই নির্বাচনকে মাথায় রেখেই চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার ৷
সোমবার সকালে বিলাসপুর পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে জনসাধারণের উদ্দেশে তাঁর একটাই বার্তা, ‘মাওবাদী দমনে এগিয়ে আসুন ৷ ভোট দিন ৷ ছত্তীসগড়ের মাটি থেকে মাওবাদীদের উপরে ফেলার উপায় এটিই ৷’
এদিনের নির্বাচনী প্রচার থেকে কংগ্রেসকেও একহাত নিলেন নরেন্দ্র মোদি ৷ বলেন, ‘জাত-পাতের থেকে দেশকে মুক্ত করতে হবে ৷ কংগ্রেস একটি পরিবারকেন্দ্রিক দল ৷ কংগ্রেসের না আছে নীতি, না আছে আদর্শ ৷ কিন্তু আমাদের রাজনীতি শুরু হয়েছে ঝুপড়ি থেকে ৷ তাই সাধারণ মানুষের দু:খ কষ্ট বুঝি ৷ তাদের অভাব-অনটন দূর না করতে পারলে ঘুম আসে না আমাদের ৷’ পাশাপাশি নোটবন্দি নিয়েও কেন্দ্রকে বিভিন্ন সময়ে তুলোধনা করেছে বিরোধী শিবির ৷ সেই বিষয়টি নিয়েও আলোকপাত করলেন মোদি ৷ বলেন, ‘নোটবন্দির টাকা সরকারের ঘরে এসেছে ৷ সেই টাকাতেই দেশে উন্নয়নের কাজ হচ্ছে ৷’
advertisement
advertisement
পাশাপাশি মোদি আরও বলেন, ‘ছত্তীসগড়ের সঙ্গে বিজেপির সম্পর্ক বহু পুরোনো ৷ বারবার বিজেপিকেই ভোট দিয়েছে রাজ্যের মানুষ ৷ তাই আমরা রাজ্যের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি বহুবার ৷ যা প্রমাণ করে, সরকারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক যথেষ্ট মজবুত ৷’
advertisement
মাও হামলায় জর্জরিত ছত্তীসগড় ৷ তার মধ্যেই কড়া নিরাপত্তার চলছে ভোটগ্রহণ ৷ ছত্তীসগড়ে পদ্মরাজ বজায় থাকবে নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লার হাত ধরে কিস্তিমাত করবে কংগ্রেস ? সেই দিকেই তাকিয়ে গোটা দেশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছত্তীসগড়ে ক্ষমতা ধরে রাখতে বিস্ফোরক নরেন্দ্র মোদি, বিঁধলেন রাহুল-সনিয়াকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement