ছত্তীসগড়ে ক্ষমতা ধরে রাখতে বিস্ফোরক নরেন্দ্র মোদি, বিঁধলেন রাহুল-সনিয়াকে

Last Updated:
#বিলাসপুর: একাধিক মাওবাদী হামলা । সাংবাদিকের মৃত্যু । IED পোঁতা রয়েছে যত্রতত্র। ২৪ ঘন্টা প্রহরা সত্ত্বেও একের পর এক মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগড় । তার মধ্যেই ছত্তীসগড়ে চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ৷ মাও অধ্যুষিত ১৮টি আসনে চলছে ভোটগ্রহণ ৷ আগামী ২০ নভেম্বর ৭২ টি আসনে হবে ভোটগ্রহণ ৷ সেই নির্বাচনকে মাথায় রেখেই চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার ৷
সোমবার সকালে বিলাসপুর পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে জনসাধারণের উদ্দেশে তাঁর একটাই বার্তা, ‘মাওবাদী দমনে এগিয়ে আসুন ৷ ভোট দিন ৷ ছত্তীসগড়ের মাটি থেকে মাওবাদীদের উপরে ফেলার উপায় এটিই ৷’
এদিনের নির্বাচনী প্রচার থেকে কংগ্রেসকেও একহাত নিলেন নরেন্দ্র মোদি ৷ বলেন, ‘জাত-পাতের থেকে দেশকে মুক্ত করতে হবে ৷ কংগ্রেস একটি পরিবারকেন্দ্রিক দল ৷ কংগ্রেসের না আছে নীতি, না আছে আদর্শ ৷ কিন্তু আমাদের রাজনীতি শুরু হয়েছে ঝুপড়ি থেকে ৷ তাই সাধারণ মানুষের দু:খ কষ্ট বুঝি ৷ তাদের অভাব-অনটন দূর না করতে পারলে ঘুম আসে না আমাদের ৷’ পাশাপাশি নোটবন্দি নিয়েও কেন্দ্রকে বিভিন্ন সময়ে তুলোধনা করেছে বিরোধী শিবির ৷ সেই বিষয়টি নিয়েও আলোকপাত করলেন মোদি ৷ বলেন, ‘নোটবন্দির টাকা সরকারের ঘরে এসেছে ৷ সেই টাকাতেই দেশে উন্নয়নের কাজ হচ্ছে ৷’
advertisement
advertisement
পাশাপাশি মোদি আরও বলেন, ‘ছত্তীসগড়ের সঙ্গে বিজেপির সম্পর্ক বহু পুরোনো ৷ বারবার বিজেপিকেই ভোট দিয়েছে রাজ্যের মানুষ ৷ তাই আমরা রাজ্যের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি বহুবার ৷ যা প্রমাণ করে, সরকারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক যথেষ্ট মজবুত ৷’
advertisement
মাও হামলায় জর্জরিত ছত্তীসগড় ৷ তার মধ্যেই কড়া নিরাপত্তার চলছে ভোটগ্রহণ ৷ ছত্তীসগড়ে পদ্মরাজ বজায় থাকবে নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লার হাত ধরে কিস্তিমাত করবে কংগ্রেস ? সেই দিকেই তাকিয়ে গোটা দেশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ছত্তীসগড়ে ক্ষমতা ধরে রাখতে বিস্ফোরক নরেন্দ্র মোদি, বিঁধলেন রাহুল-সনিয়াকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement