Viral Video: রাণু মন্ডল, স্যান্ডি সাহা, হিরু আলমকে ভুলে যান! এবার ভাইরাল পালপাড়ার রতন!

Last Updated:

Viral Video: লোকাল ট্রেনে উঠে এসব কী করছেন পাল পাড়ার রতন পাল! নিজেই দেখে নিন! তবে তিনি কিন্তু এখন তুমুল ভাইরাল। ছাড়িয়ে গিয়েছেন রাণু মন্ডলকেও!

+
title=

#নদিয়া: শিল্পীর কাজ তার শিল্পকলা দিয়ে মানুষকে মনোরঞ্জন করা। শিল্পী তার নিজের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন সারা জীবন। শিল্পীদের মধ্যে কেউ পেয়ে যান নানারকম নাম- খ্যাতি- যশ, আবার কেউবা পান না সেরকম নাম বা যশ। তারা অগোচরেই সারাজীবন নিজের শিল্পকলা দিয়ে মানুষকে মনোরঞ্জন করে চলে যান এই ধরাধাম ছেড়ে। ঠিক তেমনই এক শিল্পীর উদাহরণ রইল।
রানাঘাটের রাণু মন্ডলের পরে এখন নদিয়ার ভাইরাল শিল্পী রতন পাল, বাড়ি পালপাড়ায়। গলায় সীতাহার, চোখে চশমা, এবং হাতে একটি প্লাস্টিকের মাইক নিয়ে কৃষ্ণনগর লোকাল ট্রেনে সমস্ত নিত্যযাত্রীদের মাঝখানে নাচে-গানে মনোরঞ্জন করেন প্রতিদিন। তার নাচে-গানে মনোরঞ্জন হয়ে ট্রেনের যাত্রীরা হাসিমুখে খুশি হয়ে যা দেন, তাই মাথা পেতে নেন শিল্পী রতন পাল। কোনদিন কোন যাত্রী থেকে একটা পয়সাও জোর করে বা বেশি চেয়ে নেন না তিনি।
advertisement
advertisement
উল্লেখ্য, রাণু মন্ডল যত তাড়াতাড়ি ভাইরাল হয়েছিলেন ঠিক ততো তাড়াতাড়ি আবার ফিরে এসেছেন নিজের জায়গায়। যদিও তার কারণ নিয়ে রয়েছে একাধিক মন্তব্য। তবে পালপাড়ার রতন পাল-এর ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাগ্য ফিরবে কিনা তা বলবেন সাধারণ মানুষ। আপাতত সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় নন। তবে আজকের দুনিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগে না। ঠিক যেমনভাবে কাচা বাদাম গান গেয়ে ভাইরাল হলেন ভুবন বাদ্যকর। তবে চোখে চশমা গলায় সীতাহার পড়ে লোকাল ট্রেনে নাচ ও গান গেয়ে ভাইরাল হতে পারবে কি রতন পাল, তা শুধু সময়ই বলবে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Viral Video: রাণু মন্ডল, স্যান্ডি সাহা, হিরু আলমকে ভুলে যান! এবার ভাইরাল পালপাড়ার রতন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement