Nadia News: কী ভয়ঙ্কর সেই নৌকাডুবির স্মৃতি! মনে পড়লে আজও আঁতকে ওঠেন নদিয়াবাসী!

Last Updated:

বেশ কয়েক বছর আগে এই ভবা পাগলার মেলাতে যাওয়ার সময় নৌকাডুবি ঘটে। প্রাণ হারায় বহু মানুষ। এবার মেলা শুরু হওয়ার আগে থেকেই ফেরিঘাটে কড়া নিরাপত্তা ও নজরদারি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ

+
শান্তিপুর

শান্তিপুর ফেরিঘাটে কড়া নিরাপত্তা পুলিশের

#নদিয়া: ভবা পাগলা বাবার মেলা উপলক্ষে শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে চলছে কড়া পুলিশি নজরদারি। বেশ কয়েক বছর আগে এই ফেরিঘাটে পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাকে মাথায় রেখেই শান্তিপুর নিশ্চিন্তপুর গঙ্গার ফেরিঘাটে চলছে প্রশাসনের কড়া নজরদারি।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে এই ভবা পাগলার মেলাতে যাওয়ার জন্য শান্তিপুর নিশ্চিন্তপুর ফেরিঘাটে হয়েছিল অগণিত সাধারণ মানুষের ভিড়। বহু দূর দূরান্ত থেকে প্রচুর সাধারণ মানুষের আগমন ঘটে ওই দিন ফেরিঘাটে। তারপর বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে বন্ধ থাকে ফেরিঘাটে পারাপার।
advertisement
advertisement

এরপর বৃষ্টি কমতেই নৌকা পারাপার চালু হলে যাত্রীদের তাড়াহুড়োতে একটি নৌকা উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে নৌকায় থাকা সমস্ত যাত্রী জলে পড়ে যান। যারা সাঁতার জানতেন তারা কোনোরকমে সাঁতরে গঙ্গার পাড়ে উঠে পড়েন। কিছু মানুষকে স্থানীয় বাসিন্দাদের ও পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়। বাকি শিশু ও মহিলা সহ বেশকিছু মানুষ গভীর জলে তলিয়ে যায়।
advertisement
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হয়েছিল তিন থানার পুলিশ। এবং যোগাযোগ করা হয়েছিল বর্ধমান পুলিশের সাথে। দুই জেলার পুলিশের তৎপরতায় চালানো হয় উদ্ধার কাজ। উদ্ধারে নামানো হয় ডুবুরি, এনডিআরএফের টিম। তলিয়ে যাওয়া মানুষদের উদ্ধার করা হয়৷ কিন্তু পুলিশের উদ্ধারকার্যে দেরি হওয়ার কারণ দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় জনতারা। জানা যায়, উত্তেজিত জনতা ঘাটে থাকা একটি লঞ্চে আগুন ধরিয়ে দেন। পুলিশের উপর ঢিল ছোঁড়া হয় এবং কয়েকজন পুলিশ অফিসার আহত হয় বলে জানা যায়।
advertisement
এই ঘটনার ভয়ঙ্কর স্মৃতিকে মাথায় রেখে প্রত্যেকবারই তৎপরতার সাথে ফেরিঘাটে নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ প্রশাসন। গত দু'বছর, করোনা আবহে ভবা পাগলার মেলা বন্ধ ছিল। এবছর বিধি নিষেধ উঠে যাওয়ার ফলে মেলা আবার চালু হয়।
তবে এ বছর মেলায় লোকসমাগম বেশি হওয়ার অনুমান করছেন স্থানীয় পুলিশ প্রশাসন। সেই কারণেই মেলা শুরু হওয়ার আগে থেকেই ফেরিঘাটে কড়া নিরাপত্তা ও নজরদারি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কী ভয়ঙ্কর সেই নৌকাডুবির স্মৃতি! মনে পড়লে আজও আঁতকে ওঠেন নদিয়াবাসী!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement