#কৃষ্ণনগর : শীতকাল মানেই উৎসবের মরসুম। জেলা বিভিন্ন প্রান্তে শীতকালে করা হয় মেলার আয়োজন। কোথাও বইমেলা কোথাও খাদ্য মেলা কোথাও কৃষি মেলা কোথাও পিঠে পুলের মেলা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছেন নদিয়া জেলার বইমেলা শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে। তবে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠেও শীতকালে আয়োজন করা হয় একাধিক মেলার। ঠিক তেমনই বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে আয়োজন করা হয় কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় সমিতিগুলির যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সমবায় মেলা।
এবারে এই মেলা ষষ্ঠ বছরে পদার্পণ করলো বলে জানা যায়। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দানে নাবার্ডের আর্থিক সহযোগিতায় নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় সমিতিগুলির যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ষষ্ঠ সমবায় মেলার উদ্বোধন হলো। এই সমবায় মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সমবায় ব্যাংকের চেয়ারপারসন শিবনাথ চৌধুরী, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস সহ একাধিক অতিথিবৃন্দ।
আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে মারধরের অভিযোগ শান্তিপুরে
এদিন উদ্বোধনে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সমবায় মেলা। এই সমবায় মেলা চলবে আগামী ১৭ই ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য এই মেলার প্রত্যেকটি স্টলেই রয়েছেন মহিলারা। যারা নিজেদের বাড়িতে বসেই বিভিন্ন রকম হস্তশিল্পের কারুকার্য দেখিয়ে সেগুলি মেলায় এসে প্রদর্শন করেন।
আরও পড়ুনঃ শান্তিপুরে ছটি জেলার তাঁত শ্রমিকদের নিয়ে রাজ্য সম্মেলন
কেউ বানান নিজের হাতে ব্যাগ, কেউ বানান নিজের হাতে শাড়ি এবং চাদর, কেউবা আবার বানান বেতের ঝুড়ি ও একাধিক আসবাবপত্র। ইত্যাদি হরেক রকম হস্তশিল্পের কারুকার্য করা আসবাবপত্র এই মেলায় পাওয়া যায়। মেয়েদেরকে স্বনির্ভর করে তুলতেই এই মেলার প্রধান উদ্দেশ্য বলে জানা যায়। স্বাভাবিকভাবেই মেয়েদের কেও আত্মনির্ভরের সমান সুযোগ ও সুবিধা দেওয়ার জন্য এই মেলায় এসে খুশি সমস্ত এলাকাবাসীরা।
Mainak Debnathনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Krishnanagar, Nadia