Rathayatra 2023: মহাসমারোহে পালন করা হল মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব! দেখুন ভিডিও

Last Updated:

Rathayatra 2023: দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এইদিন সন্ধ্যায় রথ তিনটি প্রবেশ করবে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে!

+
ইসকন

ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব

মায়াপুর: মহাসমারোহে পালিত হল নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার দেশি-বিদেশি ভক্তবৃন্দের ঢল নেমেছে মায়াপুরে। মঙ্গলবার দুপুরে মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দির থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, বলদেবের রথ তালধ্বজ ও সুভদ্রা দেবীর রথ পদ্মধ্বজ এই তিনটি সুসজ্জিত রথ বর্ণাঢ্য শোভাযাত্রা করে ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে রাজাপুর থেকে মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এবং দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এইদিন সন্ধ্যায় রথ তিনটি প্রবেশ করবে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে।
আরও পড়ুন: 
এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের সার্বিক সুরক্ষার দিকে নজর রেখে প্রশাসনিক চাদরে মুড়ে ফেলা হয় মন্দির নগরী মায়াপুরকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসকন মায়াপুরের রথযাত্রার এই মিলন উৎসবে এই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেট্টি ও কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি ঈশানী পাল।
advertisement
advertisement
রথযাত্রা উৎসব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে মন্দির নগরী মায়াপুরে। মঙ্গলবার রথের দিন থেকে শুরু হয়ে আগামী আট দিন ইসকন চন্দ্রোদয় মন্দির সংলগ্ন ভাগীরথী নদীর ধারে অস্থায়ী গন্ডিচায় ( মাসির বাড়িতে) চলবে জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা। আয়োজন করা হবে ৫৬ ভোগ সহ দীপ দানের অনুষ্ঠান। এছাড়াও জগন্নাথ দেবের অষ্টপ্রহর ধর্মগ্রন্থ পাঠ থেকে শুরু করে হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক কার্যক্রম। এবং সর্ব সাধারণের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে মহা প্রসাদ বিতরণ। পাশাপাশি রথ যাত্রা উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়া ও বিদেশের মাটি থেকে মায়াপুর মন্দির নগরীতে উপস্থিত উৎসাহী দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে চলবে রথের মেলা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Rathayatra 2023: মহাসমারোহে পালন করা হল মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব! দেখুন ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement