Sreebhumi: রথের দিনেই খুঁটি পুজো হয়ে গেল শ্রীভূমির! এবারের পুজোর থিম জানলে অবাক হবেন!

Last Updated:

Sreebhumi: রথযাত্রার শুভক্ষণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোয় জনসমক্ষে এদিনই ঘোষণা করা হল এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের ভাবনা।

শ্রীভূমির থিম
শ্রীভূমির থিম
উত্তর ২৪ পরগনা: রথযাত্রার পূর্ণ তিথির মধ্যে দিয়েই শুরু হয়ে গেল দুর্গা পুজোর কাউন্টডাউন। বাকি প্রায় ৯০ দিনের মত। আবারও পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে তৈরি হচ্ছে শহর ও শহরতলী। দর্শনার্থীদের কাছে কলকাতার নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজো ৫১ বছরে পদার্পণ করল। রথযাত্রার শুভক্ষণে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোয় জনসমক্ষে এদিনই ঘোষণা করা হল এ বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিমের ভাবনা।
এবারে তাদের ভাবনা রীতিমতো সকল বয়সের মানুষের পাশাপাশি বিশেষ উৎসাহ দেবে শিশুদের। আলোর খেলা যেমন থাকবে রাতের অন্ধকারে তেমনি সকালে আরেক রকমের চিত্র ধরা পড়বে গোটা প্যান্ডেলে এমনটাই জানালেন শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু।
advertisement
advertisement
এবার দুর্গাপুজোর প্যান্ডেল রূপ পাবে প্যারিসের ডিজনিল্যান্ড এর। বিদেশের এই আকর্ষণীয় স্থান এক টুকরো যেন ফুটে উঠবে শ্রীভূমির স্পোটিং-এ। জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি এদিন খুঁটি পুজোরও আয়োজন করা হয় শ্রীভূমিতে। আর এদিনই প্যারিসের ডিজনি ল্যান্ডের মডেল উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন টলি পাড়ার অঙ্কুশ ঐন্দ্রিলা, সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, মেয়র কৃষ্ণ চক্রবর্তী সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্বরা। এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোনো না কোনো চমক থাকে।
advertisement
আরও পড়ুন:
কোন সময় বাহুবলির সেট, কখনো পদ্মাবত, কখনও আবার পুরীর মন্দির গত বছর করা হয়েছিল রোমের ভাটিকান সিটি। প্রতিবছরই রাজ্যে বাসির বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। আর এ বছরের তাদের এই ভাবনা বিশেষ আকর্ষণ লাভ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। গোটা এলাকা সাজিয়ে তোলা হবে রংবেরঙের আলোয়। আর তাই প্রতিবছরই এই পুজো ঘিরে দর্শনার্থীদের আলাদা আকর্শন থাকে, যার জেরে বাড়তি ভির সামলা দিতে পুলিশ প্রশাসনকে রীতিমত হিমশিম খেতে হয়। পুজোর ৫১ বছর হওয়ার, প্রতিমা এবার সোনায় মোরা থাকবে বলে জানান মন্ত্রী সুজিত বোস। জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোর মধ্য দিয়েই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫১ বছরের দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেলো রথযাত্রার দিনে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Sreebhumi: রথের দিনেই খুঁটি পুজো হয়ে গেল শ্রীভূমির! এবারের পুজোর থিম জানলে অবাক হবেন!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement