Nadia Raas Purnima: নবদ্বীপের রাসযাত্রায় মহাসমারোহে পালিত হল আড়ং
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Raas Purnima : রাসযাত্রার পরের দিন বেশিরভাগ পুজো কমিটি নিজেদের প্রতিমাকে নিয়ে নবদ্বীপের রাজপথ প্রদক্ষিণ করেন সন্ধ্যাবেলায়, যাকে বলা হয় আড়ং
মৈনাক দেবনাথ, নবদ্বীপ: শাক্ত ও বৈষ্ণবের মেলবন্ধন নবদ্বীপের রাসযাত্রা। নদিয়া জেলায় সাধারণত নবদ্বীপ এবং শান্তিপুর এই রাস উৎসব পালন করা হয়ে থাকে। এই রাস উৎসব দেখতে বহু দূর দূরান্ত থেকে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে রাসপূর্ণিমায়।
নবদ্বীপের রাসের এক ঐতিহ্যময় প্রথা হল আড়ং। রাসের পরের দিন বেশিরভাগ পুজো কমিটি নিজেদের প্রতিমাকে নিয়ে নবদ্বীপের রাজপথ প্রদক্ষিণ করেন সন্ধ্যাবেলায়, যাকে বলা হয় আড়ং। সুবিশাল আকৃতির দেব-দেবীর মূর্তি একের পর এক লাইন দিয়ে নবদ্বীপের রাজপথ প্রদক্ষিণ করে, যা দেখতে লাগে অভূতপূর্ব।
আরও পড়ুন : শিশুদের আঁকড়ে প্রাণভয়ে ছুটছেন মায়েরা, চরম আতঙ্ক বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু বিভাগে
বেশিরভাগ পূজা কমিটিরই হাতে টানা লোহার একটি গাড়ি রয়েছে। এই গাড়িটির উপরেই ঠাকুর বানিয়ে পূজা করা হয়। তার পরের দিন সেই গাড়িতে করেই আড়ং করতে বের হয় সমস্ত পূজা কমিটিগুলি। গাড়িগুলিতে বল বেয়ারিং এর মাধ্যমে প্রতিমাকে ঘোরানোরও থাকে ব্যবস্থা। রাজপথে প্রদক্ষিণ করতে করতেই মাঝেমধ্যেই প্রতিমাগুলিকে ঘোরানো হয়, যা দেখতে লাগে অতি সুন্দর।
advertisement
advertisement
আরও পড়ুন : আবাসন প্রকল্পের ১০ কোটি টাকা এল বর্ধমান পুরসভায়, শীঘ্রই ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
রাত যত গভীর হয় ততই নবদ্বীপের জনপথে দর্শনার্থীদের ঢেউ লক্ষ করা যায়। প্রত্যেকেই নিজেদের ঠাকুর নিয়ে আড়ং করতে বের হয়। আড়ং শেষে পুনরায় ফিরে যায় তাদের পূজা মণ্ডপে। পরের দিন স্থানীয় জলাশয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হয়।
advertisement
Location :
First Published :
November 10, 2022 5:44 PM IST