আবাসন প্রকল্পের ১০ কোটি টাকা এল বর্ধমান পুরসভায়, শীঘ্রই ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Burdwan Municipality : বর্ধমান শহরে হাউসিং ফর অল প্রকল্পে সুবিধা কারা পাবেন, সেই তালিকা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাঁদের তা জানিয়েও দেওয়া হ
দীর্ঘ প্রতীক্ষার পর হাউসিং ফর অল প্রকল্পে ১০ কোটি টাকা পেল বর্ধমান পুরসভা। এই টাকা খুব তাড়াতাড়ি প্রায় তিন হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে বর্ধমান পুরসভা সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পের উপভোক্তারা ৩ লক্ষ ৬৮ হাজার টাকা কয়েকটি ধাপে পাবেন। নিয়ম অনুযায়ী উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
বর্ধমান শহরে হাউসিং ফর অল প্রকল্পে সুবিধা কারা পাবেন, সেই তালিকা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাঁদের তা জানিয়েও দেওয়া হয়। টাকা যে পাওয়া যাবে তা নিশ্চিত ধরে নিয়েই অনেকেই বাড়ি ভেঙে বিপাকে পড়ে গিয়েছিলেন। কারণ কেন্দ্র দীর্ঘদিন ধরে হাউসিং ফর অল প্রকল্পের টাকা আটকে রেখেছিল। এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য যৌথ হবে টাকা দেয়।কেন্দ্রীয় সরকার সেই টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় সমস্যার মধ্যে পড়েন উপভোক্তারা।
advertisement
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, কেন্দ্র টাকা না দেওয়ায় এই প্রকল্পে বাড়ি করা অনিশ্চিত হয়ে পড়েছিল। রাজ্য সরকার উদ্যোগী হয়ে এই প্রকল্পের টাকা পাঠিয়েছে। তা খুব তাড়াতাড়ি উপভোক্তদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
advertisement
আরও পড়ুন : শিশুদের আঁকড়ে প্রাণভয়ে ছুটছেন মায়েরা, চরম আতঙ্ক বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু বিভাগে
উপভোক্তারা বলছেন, "বাড়ি তৈরির জন্য মাটির ঘর ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু টাকা না আসায় কাজ থমকে যায়। বর্ষায় ত্রিপল খাটিয়ে তার তলায় মাথা গুঁজতে হয়েছে। এখন শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি টাকা মিলবে। অ্যাকাউন্টে সেই টাকা ঢুকলেই কাজ শুরু করে দেব।"
advertisement
আরও পড়ুন : দোরগোড়ায় পায়েসের গন্ধ! বাড়ির সামনে গাছ থেকে উদ্ধার বিরল প্রাণী
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাউসিং ফর অল প্রকল্পের জন্য উপভোক্তাকে পঁচিশ হাজার টাকা দিতে হয়। বাড়ি ভাঙার পর ওই টাকায় তাদের কাজ শুরু করতে হবে। সেই কাজের ছবি নির্দিষ্ট পোর্টালে আপলোড করার পর তা খতিয়ে দেখা হয়। যেই ছবি ও তথ্য অনুমোদন পেলে উপভোক্তারা ধাপে ধাপে টাকা পাবেন এটাই নিয়ম। আবার কেউ অনিয়ম করলে টাকা আটকে দেওয়া হয়। টাকা পাওয়ার পর কেউ কাজ না করলে প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 9:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আবাসন প্রকল্পের ১০ কোটি টাকা এল বর্ধমান পুরসভায়, শীঘ্রই ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে