Panchayat Election 2023: রাস্তাঘাটে পা রেখেই হতবাক সকলে! তৃণমূল প্রার্থীদের এ কী কাণ্ড, হইচই শান্তিপুরে

Last Updated:

Panchayat Election 2023: তৃণমূল প্রার্থীরা প্রচারে বেরিয়ে পথচলতি সাধারণ মানুষদের কেজি কেজি বিলোলেন সেই জিলিপি

+
প্রার্থীদের

প্রার্থীদের হাতে তাদের প্রতীক চিহ্ন জোড়া ফুলের জিলিপি

শান্তিপুর: এক কড়াই গরম তেল, তাতে টগবগ করে ফুটছে তৃণমূলের জোড়া ফুলের নির্বাচনী প্রতীক চিহ্নের জিলিপি। তৃণমূল প্রার্থীরা প্রচারে বেরিয়ে পথচলতি সাধারণ মানুষদের কেজি কেজি বিলোলেন সেই জিলিপি। অভিনব এই প্রচার নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের গবারচর এলাকায়।
এদিন প্রচারে বেরিয়েছিলেন ২৪৯ নম্বর বুথের তৃণমূল প্রার্থী কৃষ্ণপদ রাহা, সমিতিতে পুতুল দাস। যদিও অন্যত্র প্রচারে ব্যস্ত ছিলেন জেলা পরিষদের প্রার্থী বাসন্তী সরকার। তবে ২৫৯ নম্বর বুথে কৃষ্ণ বাবুর স্ত্রী গতবার এবং তার আগে একবার নিজের পঞ্চায়েত সদস্য জয়ী হয়েছিলেন এই বুথ থেকেই। এবারে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির গৌরাঙ্গ বিশ্বাস, সিপিআইএমের লক্ষী রাহা। তিনি অবশ্য প্রতিদ্বন্দ্বী বলতে রাজি নন, কারণ তার এলাকায় ভোট হয় উৎসবের মেজাজে।
advertisement
জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত হয়ে কৃষ্ণবাবু বলেন,” মুখ্যমন্ত্রী যে বিভিন্ন ধরনের মানবিক প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, তাতে শুধুমাত্র ভোটে অবতীর্ণ হওয়ার কথাটা সাধারণ মানুষকে জানানো ছাড়া আর তার কোনও কাজ নেই। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীও তাঁর সমর্থনে এসেছিলেন গ্রামে।”
advertisement
এদিন ভোট প্রচারে যাওয়ার সময়, তারই এলাকায় গৌতম সরকারের দোকানে জিলিপি কিনতে গিয়ে লক্ষ্য করেন একটি ফুলের আকৃতি নিয়েছে। এরপর তিনি তৃণমূলের প্রতীক চিহ্ন জোড়া ফুল তৈরি করতে বলেন। এরপরেই জোড়া ফুলের প্রতীক চিহ্ন জিলিপি খাওয়ান পথ চলতি মানুষদের এবং তার পাশাপাশি আশীর্বাদ নিতে ভোলেননি তাঁদের।
advertisement
দোকানদার গৌতম সরকার জানান,” মূলত তাঁদের মুদিখানা এবং দশকর্মার দোকান। তবে মাঝেমধ্যে জিলিপিও ভাজা হয়। কড়াইতে জিলিপির প্যাচ থাকলেও এলাকায় সকলেই সহজ সরল মানুষ। তাঁর বোনের শ্বশুর বাড়ির অনুরোধে এবার পাশের বুথে সিপিএমের হয়ে ভোটে দাঁড়িয়েছে বোন মনমেহনী সরকার। যদিও সিপিআইএমের প্রতীক চিহ্ন আঁকা খুব কঠিন এবং অর্ডারও পড়েনি তাই জিলিপি তৈরি করা হয়নি। অন্যদিকে বিজেপির পদ্মফুলেরও অর্ডার পড়েনি। তবে যদি পড়ত সে ক্ষেত্রেও কোনও বাধা ছিল না, কারণ প্রথমত ব্যবসা সকলের জন্য, দ্বিতীয়ত এই এলাকার উৎসবের চেহারায় ভোট হয়।”
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Panchayat Election 2023: রাস্তাঘাটে পা রেখেই হতবাক সকলে! তৃণমূল প্রার্থীদের এ কী কাণ্ড, হইচই শান্তিপুরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement