Nadia News: দুবাইয়ের আর্ট কিউরেটরের নজরে নদিয়ার যুবক, প্রতিভার জেরে শিল্পী সঞ্জু এবার রাজ্যের বাইরে

Last Updated:

Nadia News: এবার সঞ্জু বেঙ্গালুরুর পথে। আট জন বিখ্যাত প্রবীন চিত্রশিল্পীর ছবির সঙ্গে বয়সে সব থেকে ছোট। তাঁর ছবিও স্থান পেতে চলেছে কর্ণাটক চিত্রকলা পরিষদের প্রদর্শনী কক্ষে।

+
চিত্রশিল্পী

চিত্রশিল্পী সঞ্জু কুন্ডু

রানাঘাট: দুবাইয়ের বিখ্যাত আর্ট কিউরেটর শর্বানী চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে মেরাকী আর্ট এক্সিবিশনে এলেন নদিয়া জেলার তিন শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন রানাঘাটের সঞ্জু কুণ্ডু। রানাঘাট ২০ নম্বর ওয়ার্ডের মাহুত পাড়ার বাসিন্দা সঞ্জু তাঁর আঁকা ছবির জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশংসা পেয়েছে। রাজ্য থেকে দেশ এমনকি বিদেশ, সর্বত্রই তাঁর শিল্পের কদর। ছোট থেকে আঁকার প্রতি ঝোঁক থাকলেও এই আঁকা ছবি একদিন পেশা হিসাবে ধরা দেবে, তা ভাবতে পারেননি।
এর আগে ৮ মে ২০২৩ জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পকলায় গোল্ড মেডেল পেয়েছেন। শুধু রানাঘাট নয়, সম্ভবত নদিয়া জেলার ইতিহাসে এটাই প্রথম সরকারি গোল্ড মেডেল, যা একমাত্র রানাঘাটের সঞ্জু পেয়েছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিল্পকলায় গোল্ড মেডেল, নীরোদ বরণ মেমোরিয়াল ক্যাশ চেক, সঙ্গে সংশাপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
advertisement
advertisement
এবার সঞ্জু বেঙ্গালুরুর পথে। আট জন বিখ্যাত প্রবীন চিত্রশিল্পীর পাশে তরুণ সঞ্জুও জায়গা পেলেন। সবথেকে ছোট যে, তাঁর ছবিও স্থান পেতে চলেছে কর্ণাটক চিত্রকলা পরিষদের প্রদর্শনী কক্ষে। আগামী ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জীবনে প্রথম এত বড় একটা মঞ্চে সুযোগ।
advertisement
সঞ্জু বলেন, এর পর ফিরে এসে কলকাতায় দু’টি মণ্ডপের কাজ হাতে এসেছে। থিমের কাজ নিয়ে ব্যাস্ত থাকবেন। আঁকার পাশাপাশি বিগত চার বছর ধরে দুর্গাপুজোর জন্য নানা থিমের পরিকল্পনা করেন। সেগুলো প্রশংসিতও হয়েছিল। এই বছর কলকাতা দু’টি থিম পুজোর দায়িত্ব পেয়েছেন।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দুবাইয়ের আর্ট কিউরেটরের নজরে নদিয়ার যুবক, প্রতিভার জেরে শিল্পী সঞ্জু এবার রাজ্যের বাইরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement