Nadia News: পুজোয় মেহেন্দি নয়, শরীরে ট্যাটু করাতে ব্যস্ত নবদ্বীপের ছেলে-মেয়েরা! জানুন কারণ
- Published by:Piya Banerjee
Last Updated:
Nadia News: পুজোর আগে ট্যাটু আর্টিস্টদের কাছে ট্যাটু করাতে ভিড় তরুণ প্রজন্মের! রোজগারের নতুন পথ!
#নবদ্বীপ: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপ থেকে প্রতিমা ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই রাস্তার পাশে একাধিক বাজার হাট, দোকানে মানুষের কেনাকাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে জামাকাপড় গয়নাগাটি কেনা ছাড়াও নতুন প্রজন্ম মজেছে এক নতুন শখে। নদিয়ার নবদ্বীপে পুজোয় এখন নতুন ট্রেন্ড ট্যাটু। বেশ কিছু বছর ধরেই নতুন প্রজন্মের কাছে ট্যাটু করার প্রবণতা অনেকখানি বেড়ে গিয়েছে। সেই কারণে দুর্গাপুজোর আগে ট্যাটু আর্টিস্ট এর কাছে ভিড় লক্ষ্য করা গেল নবদ্বীপে।
আগে উৎসব পার্বণে মহিলারা হাতে-পায়ে মেহেন্দি পরতেন। তবে এখন মেহেন্দির পাশাপাশি ট্যাটুর প্রবণতা ও বেড়ে গিয়েছে মহিলাদের মধ্যেও। মেহেন্দির সাথে ট্যাটুর তফাৎ শুধু একটাই মেহেন্দি কিছুদিন পর উঠে গেলেও ট্যাটু থেকে যায় আজীবন। সেই ট্যাটু ওঠাতে গেলে কাঠ খড় পোড়াতে হয় অনেক। ছেলে মেয়ে নির্বিশেষে পুজোর আগে ভিড় জমাচ্ছেন ট্যাটু আর্টিস্টের কাছে।
advertisement
পুজোর এই কটা দিন ট্যাটু আর্টিস্টেরও কাজের রীতিমতো চাপ বেড়ে যায়। দিনে পাঁচ থেকে ছটা অগ্রিম বুকিং এর মাধ্যমে ট্যাটু আর্টিস্ট ট্যাটু আঁকেন। তবে অন্যান্য দিনে তুলনায় বছরের এই কটা দিন একটু বেশি চাপ থাকে বলে জানান নবদ্বীপের এক ট্যাটু আর্টিস্ট। গত দু'বছর কোভিড মহামারীর কারণে প্রত্যেক ব্যবসার মতো ট্যাটু আর্টিস্টদেরও ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছিল বলে জানান তিনি। তবে এ বছর একাধিক উৎসব পার্বণ পুরনো ছন্দে ফিরে আসাতে কিছুটা হলেও লাভের মুখ দেখছেন বলে জানালেন ট্যাটু আর্টিস্টরা।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 28, 2022 8:48 PM IST