Dengue: এক একটি বেডে দু'জন করে ডেঙ্গি আক্রান্ত রোগী! নদিয়ায় হু-হু করে বাড়ছে ডেঙ্গি!

Last Updated:

Dengue: শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গিতে নাজেহাল সকলে! জানুন

+
title=

শান্তিপুর: ডেঙ্গির চোখ রাঙানিতে বেসামাল সরকারি হাসপাতাল, এক একটি বেডে দু’জন করে ডেঙ্গি আক্রান্ত রোগী। ডেঙ্গির চোখ রাঙানিতে ভয়াবহ পরিস্থিতি সরকারি হাসপাতালে। নাজেহাল হাসপাতালের কর্মরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিনই তীব্র হওয়ায় বেডে জায়গা নেই রোগীদের।
ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। গত কয়েক মাস ধরে গোটা জেলা জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, এক একটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের হতে হচ্ছে নাজেহাল। অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী পরিবার গুলিকে, বেডে জায়গা না থাকার কারণে মেঝেতেই শুয়ে চিকিৎসা চলছে অনেক ডেঙ্গি আক্রান্ত রোগীদের। কিন্তু সেই একই চিত্র ধরা পরল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
advertisement
আরও পড়ুন: 
advertisement
একটি মহিলা ওয়ার্ডে রয়েছে ৪০টি বেড, আর ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে ৮০ জনের বেশি, তার মধ্যেও অন্যান্য রোগীদেরও চলছে চিকিৎসা। রোগী পরিবারদের দাবি, আরও বেড সংখ্যা বাড়লে হয়ত চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত রোগীদের। অন্যদিকে হাসপাতলে কর্মরত স্বাস্থ্য কর্মীদের দাবি, দিনরাত এক করে তারা কাজ করছেন, কিন্তু কিছুতেই সামাল দিতে পারছেন না। এখন একটাই দুশ্চিন্তা তাদের, প্রতিদিনই যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে কিভাবে তা সামাল দেবেন। যদিও রোগীদের সামলাতে গিয়ে নিজেরাও বেসামাল হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Dengue: এক একটি বেডে দু'জন করে ডেঙ্গি আক্রান্ত রোগী! নদিয়ায় হু-হু করে বাড়ছে ডেঙ্গি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement