Nadia News: রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু নার্সিংহোমের বিল ২২ হাজার টাকা! বিপাকে পরিবার

Last Updated:

Nadia News: ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জু দত্তের সঙ্গে

এই নার্সিংহোমের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন রোগীর পরিবার
এই নার্সিংহোমের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন রোগীর পরিবার
নদিয়া: বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার সময় স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হলেও, চিকিৎসার পাঁচ দিন বাদে সুস্থ হয়ে রোগীকে বাড়ি নিয়ে যাওয়ার সময় বিল দেওয়া হল ২২ হাজার টাকার। যেখানে কার্ডের মাধ্যমে মাত্র ৬৮০০ টাকা বিল হওয়ার কথা ছিল। এমনটাই অভিযোগ অসুস্থ বৃদ্ধার দুই মেয়ের। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জু দত্তের সঙ্গে।
তাঁর মেয়ে মন্দিরা সরকারের কথা অনুযায়ী, গত ২০ এপ্রিল তাঁর মা মঞ্জু দেবীকে পেটের যন্ত্রণা এবং বমি নিয়ে ভর্তি করান শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। ভর্তির সময় তাঁরা জমা দেন স্বাস্থ্যসাথী কার্ড। এরপর গত ২৫ তারিখ তিনি সুস্থ হলে, স্বাভাবিক বিল ২২ হাজার টাকা দেখে চক্ষু চড়ক গাছ তাঁদের। কাঁসারীপাড়ায় ৭২ বছর বয়সী মঞ্জু দত্ত, একাই থাকতেন স্বামী খগেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর থেকে।
advertisement
advertisement
পায়রাডাঙ্গার সুদীপ্তা সাহা, এবং শান্তিপুরের মন্দিরা সরকার দুই মেয়ে খোঁজ খবর রাখতেন মায়ের। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডে যে চিকিৎসার মাত্র ৬৮০০ টাকায় হওয়ার কথা, তা ২২ হাজার টাকা চাওয়ার কারণে তাঁরা পড়েন সমস্যায়। ২৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত তিনদিন মাকে সুস্থ হওয়া সত্ত্বেও বাড়িতে নিয়ে আসতে পারেননি বলে অভিযোগ করেন তাঁরা। এরকম এক পরিস্থিতির মধ্যে, স্থানীয় কাউন্সিলর প্রশান্ত গোস্বামী এবং তাঁর পুত্র বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শরণাপন্ন হন তাঁরা।
advertisement
নার্সিংহোম মালিক প্রদীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, কার্ডটি ত্রুটিপূর্ণ। টাকা ছাড়াই একটা লিখিত দিয়ে ওই পেসেন্ট ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে. কিন্তু আমরা বিকাল চারটে পর্যন্ত ওই পরিবারের বাড়ি যাওয়ার কোনও খবর পাইনি।
advertisement
বিষয়টি নিয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে জানতে চাইলে তিনি বলেন, অনেক সময় সিঙ্গেল কার্ড থাকলে এ ধরনের সমস্যা হয়। তবে ওনারা যদি পৌরসভার দ্বারস্থ হতেন, তাহলে আমরাই চিঠি করে বিভাগীয় দফতরে সংশোধন করার ব্যবস্থা করে দিতে পারতাম। তবে ওই পরিবার পুরসভার সঙ্গে যোগাযোগ করেননি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু নার্সিংহোমের বিল ২২ হাজার টাকা! বিপাকে পরিবার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement