Nadia News: কৃষ্ণনগরে IPL ফ্যান পার্কে এলেন CAB-র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া!

Last Updated:

Nadia News: শহরে ক্রীড়া-প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। মাঠের আনন্দ কিছুটা হলেও নিজের শহরেই উপভোগ করতে পারবেন দর্শকেরা

+
কৃষ্ণনগরের

কৃষ্ণনগরের আইপিএল ফ্যান পার্কে অভিষেক ডালমিয়া

কৃষ্ণনগর: আইপিএল ফ্যান পার্কে এলেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। শুরু হয়ে গিয়েছে দেশের সবথেকে জনপ্রিয় খেলা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অথবা আইপিএল। বর্তমানে ক্রিকেটের জ্বরে কাবু গোটা দেশ। মানুষের মধ্যে ক্রিকেটের উত্তেজনা দেখা যাবে আগামী দু মাস ধরে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা প্রায় ভর্তি। প্রায় এক মাস আগের খেলার টিকিট ও অনলাইনের মাধ্যমে অগ্রিম বুকিং করে ফেলেছেন ক্রিকেটপ্রেমী মানুষেরা। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে অনেকেই পছন্দ করেন তবে সময় অথবা অর্থের অভাবে অনেকেই যেতে পারেন না স্টেডিয়ামে। সেই কথা মাথায় রেখেই এবার এগিয়ে এসেছে বিসিসিআই।
শহরে ক্রীড়া-প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। মাঠের আনন্দ কিছুটা হলেও নিজের শহরেই উপভোগ করতে পারবেন দর্শকেরা। ফ্রেন্ড পার্কে এসে হাজার হাজার ক্রিকেটপ্রেমী মানুষ একসঙ্গে খেলা দেখতে পারবেন ভার্চুয়ালি। এবছর কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে তৈরি করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক যেখানে হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শকেরা একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। জানা যায় সিএবি এবং বিসিসিআইয়ের যৌথ উদ্যোগেই এই ফ্যান পার্কের আয়োজন করা হয়েছে। আর সেই ফ্যান পার্ক প্রদর্শন করতে ই এদিন কৃষ্ণনগরে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।
advertisement
advertisement
আরও পড়ুন:
উদ্যোক্তাদের থেকে জানা যায় এই ফ্যান পার্কের মূল উদ্দেশ্য শুধুমাত্র খেলা দেখানো নয়। শহরের পাশাপাশি মফস্বল এবং গ্রাম বাংলাতেও যাতে খেলার প্রসার সমানভাবে ঘটে তার দিকেও নজর দেওয়া হচ্ছে। সময় এবং দূরত্বের কারণে অনেকেই কলকাতা ইডেন গার্ডেনে দিয়ে দর্শক আসনে বসে আইপিএল উপভোগ করতে পারেন না। সেই কারণেই এই ফ্যান পার্কের আয়োজন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কৃষ্ণনগরে IPL ফ্যান পার্কে এলেন CAB-র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement