Nadia News: মাজদিয়ার বুড়ো শিব! ৩০০ বছরের পুরোনো! গাজনে শিবের অলৌকিক কাহিনি! জানুন

Last Updated:

Nadia News: বাক্সের মধ্যে রাখা ছিল শিবলিঙ্গটি। সেখানেই ঘটল অবাক ঘটনা! বেনারসের গঙ্গার ঘাট থেকে মাজদিয়ায় এলেন শিব। গাজনে ঘটল চমৎকার! জানুন

+
এই

এই শিব লিঙ্গই পুজো করা হয় গাজনে

কৃষ্ণগঞ্জ: গাজন মানে শিবের পুজো। বাংলার বিভিন্ন জায়গায় বুধবার গাজন উৎসব (Gajan festival) পালন করা হচ্ছে। ঠিক তেমনই মাজদিয়ার টুঙ্গী গাজন তলার ৩০০ বছরের বেশি পুরোনো বুড়ো শিবের (300 years old shiv) রয়েছে এক অদ্ভুত কাহিনী। পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় ২৬৩ বছর আগে বর্তমান সিতাংশু বিশ্বাসদের সপ্তম পুরুষ তাদেরই এক মহিলা কাশির গঙ্গায় স্নান করতে গিয়ে এই শিবলিঙ্গটি পান তিনি।
সেখান থেকে শিবলিঙ্গটি নিয়ে এসে বাড়িতে একটি বাক্সের মধ্যে রেখে দেন। এক সময় মাজদিয়া টুঙ্গী গাজনে পুজা হত পাটবানের। সেই সময়ে যখন সন্ন্যাসীরা ঢাক বাজাতে বাজাতে তার বাড়ির সামনে দিয়ে যায় জানা যায়, সেই বাক্সের মধ্যে থাকা ওই শিবলিঙ্গটি নৃত্য করতে শুরু করে। ওই বাক্সে রাখা বিভিন্ন বাসনপত্র শিবলিঙ্গের নৃত্যের ফলে ভেঙে তছনছ হয়ে যায়। তখন সেই বাড়ির পুরুষেরা বাক্স খুলে দেখেন কিছুই আস্ত নেই। ঠিক ওই দিন রাত্রি বেলা স্বপ্নাদেশ পান ।
advertisement
advertisement
আরও পড়ুন:
ওই শিবলিঙ্গ তাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি কাশি থেকে এই জায়গায় এসেছেন। গাজনে যাতে তার পুজো হয় সেই ব্যবস্থা করতে। এবং পাশাপাশি তার নিত্য সেবার ব্যবস্থাও করতে। সেই সময় রাজত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। এবং সেই থেকেই টুঙ্গী গাজনে এই শিবের নিত্য পূজা হয়। এই চৈত্র মাসের ২৭ তারিখ তিনি গাজনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। ২৯ তারিখে নীলের পুজো ৷ এদিন বিশেষ সন্ন্যাসীদের কাটা খেলা, খাড়া খেলা, এবং আগুনে ফুল খেলা হয়। গাজন শেষে ফের ফিরে আসেন বিশ্বাস বাড়িতে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মাজদিয়ার বুড়ো শিব! ৩০০ বছরের পুরোনো! গাজনে শিবের অলৌকিক কাহিনি! জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement