ISKCON SnanYatra: মায়াপুরে ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
ISKCON SnanYatra: প্রায় শতাধিক ভক্ত লম্বা লাইন দিয়ে ভক্তি সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান যাত্রার জন্য জল নিবেদন করেন ।
মায়াপুর: মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা উৎসব । এই উপলক্ষে মঙ্গলবার ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো । বলা যেতে পারে, নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব । এ দিন জগন্নাথ দেবকে স্নান করানো হয় ভক্তি সহকারে । প্রায় শতাধিক ভক্ত লম্বা লাইন দিয়ে ভক্তি সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান যাত্রার জন্য জল নিবেদন করেন ।
স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে । অসংখ্য ভক্তের সমাগম ছিল আজ মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে ।
কথিত, এই স্নানযাত্রার পরেই জগন্নাথদেব জ্বরাক্রান্ত হন। এবং পুনরায় পয়লা জুলাই রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন ।
advertisement
advertisement
মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন চন্দ্রোদয় মন্দিরে ।
advertisement
আরও পড়ুন : আত্মীয়ের বাড়িতে আশ্রিতা মা-মেয়ে, গৃহশিক্ষকতা করে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল পিতৃহীন ছাত্রীর
উল্লেখ্য বিগত দু’বছর করোনা মহামারির কারণে সেই অর্থে রথযাত্রা উৎসব পালন করা হয়নি মায়াপুর ইসকন মন্দিরে । ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অসংখ্য ভক্তবৃন্দের মন ছিল ভারাক্রান্ত।
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে সফল ভগবানগোলার পরিযায়ী শ্রমিক কন্যার ইচ্ছা চিত্রশিল্পী হওয়ার
বিগত দু’ বছরে রথযাত্রার দিনে মায়াপুর ইসকন মন্দিরের চত্বরেই খুবই কম সংখ্যক ভক্তদের নিয়ে পালন করা হয়েছে রথযাত্রা উৎসব। তবে এ বছর চিত্রটা অনেকটাই বদলেছে। করোনা অতিমারির প্রকোপ কমতেই আবারও স্বমহিমায় ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব।
advertisement
(প্রতিবেদন :Mainak Debnath)
Location :
First Published :
June 14, 2022 3:58 PM IST