নদিয়া: ফলের রাজা বলা হয় আমকে। সামনেই গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানেই আমের মরশুম। আম খেতে কমবেশি আমরা সকলেই ভালবাসি। তবে বেশ কিছু বছর ধরেই আমের ফলন খুব একটা ভালো হয়নি। তার প্রধান কারণ আবহাওয়ার পরিবর্তন বলেই মনে করছেন চাষিরা। তবে ব্যতিক্রম এই বছর। জেলার প্রত্যেক আম বাগানের প্রতিটা গাছে আমের মুকুল এবার যথেষ্ট পরিমাণেই দেখা গিয়েছে ইতিমধ্যে। যার ফলে এ বছর আমের ফলনও তুলনামূলকভাবে বেশি হওয়ার আশা রাখছেন চাষিরা।
নদিয়াজেলার কৃষ্ণগঞ্জ এর এক আম চাষি জানান, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমের ফলন খুব একটা ভালো হচ্ছে না যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। তবে এ বছর আবহাওয়া ছিল অনুকূল। বিশেষত শীতকালে এ বছর সেরকম ভাবে কোন নিম্নচাপ না হওয়ায় বেশিরভাগ আম গাছেই কচি পাতা না দেখা গিয়ে সমস্তটাই মুকুলে পরিণত হয়েছে। যার ফলে এ বছর আমের ফলন ও তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার আশা রয়েছে তাদের। ইতিমধ্যেই এই সমস্ত আমের মুকুল গুলিতে কীটনাশক স্প্রে এবং ছত্রাক মারার ওষুধ দিয়ে পরিচর্যা করার ব্যবস্থা করেছে সকল আম চাষিরা।
মূলত জেলায় হিমসাগর, ন্যাংড়া, ফজলি এছাড়াও আরও বিভিন্ন ধরনের আম পাওয়া গেলেও হিমসাগর আমের চাহিদাই বেশি থাকে। তবে এবছর চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন আম চাষিরা। গত বছরও চাহিদা অনুযায়ী যোগান কম থাকার কারণে আমের দাম তুলনামূলকভাবে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল তবে এই বছর কিছুটা হলেও আমের দাম কম থাকার আশা রাখছেন সকলেই।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture, Mango Farmers