নয়াদিল্লি: আজ সোমবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি দেশের বাজারে নতুন পেট্রোল ডিজেলের দাম জারি করেছে দেশের সরকারি তেল সংস্থাগুলি৷ কিছু রাজ্যে খানিকটা বদল এসেছে জ্বালানি তেলের দামে, কারণ বিশ্বের বাজারে বদলেছে অশোধিত তেলের দাম৷ গ্লোবাল মার্কেটে ফের খানিকটা বাড়ল অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ৮৩.২০ ডলারের আশপাশে পৌঁছে গিয়েছে ৷ বিশ্বের বাজারে এই পরিবর্তনের প্রভাব দেখা গিয়েছে দেশের বাজারেও৷ বেশ কিছু রাজ্যে খানিকটা বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷
তবে দেশের প্রধান চার শহরে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আজও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: আয়কর দফতরের কড়া নিয়ম; এসব ভুলেও করে থাকলে মাশুল গুণতে হবে আপনাকে!
আরও পড়ুন: অনেকেই জানেন না! EPFO-তে মেলে ৭ লাখ টাকা, কীভাবে জানুন
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা ডিজেল ৮৯.৪৫ টাকা
পটনা -পেট্রোল ১০৭.২৪ টাকা ডিজেল ৯৪.০৪ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৪৭ টাকা ডিজেল ৮৯.৪২ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।