Durga Puja 2023: কল্যাণী আইটিআই পার্কের লুমিনাস ক্লাবের চোখ ধাঁধানো মন্ডপ দেখতে জনসমুদ্র

Last Updated:

Durga Puja 2023 : লোকাল ট্রেন কল্যাণী স্টেশনের থামলেই দেখা যাচ্ছে জনসমুদ্র। কলকাতা সহ একাধিক পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ আসছেন কল্যাণীর আইটিআই পার্কের পুজো দেখার জন্য।

+
কল্যাণী

কল্যাণী আইটিআই পার্ক লুমিনাস ক্লাবের এ বছরের পুজো প্যান্ডেল

কল্যানী: লোকাল ট্রেন কল্যাণী স্টেশনের থামলেই দেখা যাচ্ছে জনসমুদ্র। কলকাতা সহ একাধিক পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ আসছেন কল্যাণীর আইটিআই পার্কের পুজো দেখার জন্য। বিশেষত বিকেলের পর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত লোকে লোকারণ্য আইটিআই পার্কে। সুউচ্চ বিশালাকার মন্ডপ এবং তার পাশাপাশি মন্ডপকে ঘিরে চোখ ধাঁধানো আলোক সজ্জায় মুগ্ধ করেছে গোটা রাজ্যবাসীকে।
জেলার তথা রাজ্যের অন্যতম পুজো কল্যাণী আইটিআই পার্কে লুমিনাস ক্লাবের। এ বছরে তাদের মণ্ডপ ভাবনায় রয়েছে চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ার। সুউচ্চ বিশাল মাপের এই মন্ডপটি বানাতে লেগেছে প্রায় বেশ কয়েক মাসের মত সময়। বানানোর সময় থেকেই এই মন্ডপ ঘিরে উত্তেজনা ছিল প্রত্যেকের মনের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করার পর থেকেই দর্শনার্থীদের ভিড় রয়েছে এই মণ্ডপ দেখার জন্য।
advertisement
advertisement
পুলিশ প্রশাসন এবং ক্লাব কর্তৃপক্ষের ভূমিকাও রয়েছে তৎপর। প্রবেশ এবং বাহির পথ পৃথক রেখে ধীরে ধীরে সকল দর্শনার্থীদের মন্ডপ দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন তারা। মন্ডপের ভেতরটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে এবং সর্বশেষে রয়েছে প্রতিমা। প্রতিমার গায়ে পড়ানো হয়েছে প্রায় ৫০ কেজিরও বেশি সোনার অলংকার। আর এই সোনার অলংকার প্রতিমাকে পরিয়েছে দেশের এক নামী স্বর্ণ বিক্রেতা, এমনটাই জানা যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2023: কল্যাণী আইটিআই পার্কের লুমিনাস ক্লাবের চোখ ধাঁধানো মন্ডপ দেখতে জনসমুদ্র
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement