Durga Puja 2025 : দেখেই ঘাবড়ে যাবেন! চারিদিকে শুধু ঘড়ি আর ঘড়ি...! শিল্পীর ভাবনা বুঝলে আর কেউ ঠেকাতে পারবে না

Last Updated:

Durga Puja 2025 : সময় ঠিক কতটা মূল্যবান? সময় নষ্ট মানে কি সত্যি জীবনের দামি সম্পদ হারিয়ে ফেলা? বুঝিয়ে দেবে এই পুজো মন্ডপ। একবার গেলেই পাবেন সব উত্তর।

+
মণ্ডপ।

মণ্ডপ।

হাওড়া, রাকেশ মাইতি : ‘ সময় ‘ সে তো থেমে থাকে না। সেই সময়ের মূল্যবোধ বোঝাতেই সেজে উঠেছে পুজো মণ্ডপ। দুর্গাপুজোর থিম নিয়ে ভাবনা চিন্তার কোনও শেষ নেই। প্রতি বছরই প্রচুর ক্লাব ও সমিতি তাঁদের পুজোর থিমে নতুনত্ব আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। এই বছর চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাবের থিমের নাম ‘সময়’ । থিম মেনে মণ্ডপসজ্জায় রয়েছে ঘড়ি। ৩৩ তম বর্ষে মণ্ডপ সেজে উঠেছে এই পুজো মণ্ডপ।
তাঁদের প্রতিমা ঘড়ি ও সময়ের আঙ্গিকে মানানসই বা সামঞ্জস্য রেখে তৈরি। আরও বেশি আকর্ষণীয়, ২০১৮ সাল থেকে বিভিন্ন থিম ক্লাবের সদস্যরা নিজেরা সাজিয়ে তোলেন। তবে অন্যতম ভূমিকা গ্রহণ করেন ক্লাবে শুভানুধ্যায়ী দ্বিজেন খামারু। নিজের চিন্তাভাবনায় মন্ডপের থিম ফুটিয়ে তোলেন তিনি। তাঁর নির্দেশ মতো সকলের হাতে একটু একটু করে মন্ডপ পূর্ণতার রূপ পায়। প্রতিবছর আকর্ষণীয় থিম দেখা যায় এখানে। প্রথম বছর থিম ছিলকয়লা খনি। গতবছর চিনের প্রাচীর থিম ভীষণভাবে দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়।
advertisement
advertisement
বর্তমান সময়ে এক শ্রেনীর মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিটা মুহূর্তে নিরলস চেষ্টা চালাচ্ছেন। তাঁদের মধ্যে হয়ত অনেকেই উপলব্ধি করছেন, আরও একটু আগে সময়ের প্রতি বেশি সজাগ হলে নিজেকে আরও মেলে ধরা সম্ভব হত। বর্তমান সময়ে স্মার্টফোনে বুঁদ হয়ে সময় অতিবাহিত করছে। তাই সমাজকে সময়ের মূল্য বোঝাতে বিশেষ চিন্তাভাবনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো কমিটির সাধারণ সম্পাদক দীপক ধারা বলেন, বহু বছর আমাদের পুজো সাবেকি ধাঁচে হলেও, গত বেশ কয়েক বছর ধরে আমরা থিম পুজো করছি। ২০১৮ সাল থেকে প্রথম থিমের পুজো শুরু হয়। তারপর থেকে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে থিম পুজো শুরু করেন চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো কমিটি। প্রতি বছরের মতো এই বছরও দূরদূরান্ত থেকে মানুষ তাদের মণ্ডপে ভিড় জমাবেন বলে আশা করছে চাঁদনী বাগান নেতাজি স্পোর্টিং ক্লাব পুজো কমিটি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : দেখেই ঘাবড়ে যাবেন! চারিদিকে শুধু ঘড়ি আর ঘড়ি...! শিল্পীর ভাবনা বুঝলে আর কেউ ঠেকাতে পারবে না
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement