Durga Puja 2025 : বন্যা, বিপর্যয়ের বারবার আঘাত, তবুও আয়োজন...! ঘাটালে উৎসবের ছবি দেখলে মেলাতে পারবেন না
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Durga Puja 2025 : বন্যা, বিপর্যয় বারবার আঘাত করেছে। স্বাভাবিক জীবনযাপন লাটে উঠেছিল মাসখানেক আগেও। তবুও উৎসবে রঙিন ঘাটাল। বিভিন্ন প্রান্তে জাঁকজমক আয়োজন।
শাহপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : ঢাকে পড়ল কাঠি পুজো জমজমাটি। ঘাটাল মহকুমা জুড়ে যেমন ছড়িয়ে আছে বিভিন্ন প্রাচীন পারিবারিক দুর্গাপুজো। অতীতের জমিদার, দেওয়ান, খাজাঞ্চি বা কোথাও কোথাও সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের তৎকালীন সময়ে প্রচলিত পুজো। ঠিক তেমনই রয়েছে বেশকিছু বিগ বাজেটের বারোয়ারি ক্লাব কমিটির পুজো।
কিছু কিছু ক্ষেত্রে আভিজাত্যের কৌলিন্য হারালেও, নিয়মের তেমন ব্যতিক্রম ঘটেনি। তেমনই এক বিগ বাজেটের বারোয়ারি পুজো হয় ঘাটাল মহকুমার চাঁইপাটের পুজো। এলাকার বিখ্যাত পুজো। এবছর আশি বছরে পদার্পণ করল তারা। বিগত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফলাফল এবার প্রত্যক্ষ করা শুরু করেছে দর্শনার্থীরা। তাদের এবছরের থিম মানত মন্দির।
আরও পড়ুন : দেশের সবথেকে ধনী মন্দির এবার বর্ধমানে, তৈরির খরচ শুনলে মাথা ঘুরবে! বাইরে লম্বা লাইন, আপনিও ঘুরে আসুন
advertisement
advertisement
বাজেট প্রায় ২৫ লাখ টাকা। চাঁইপাট দুর্গাৎসব কমিটির পুজোতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। এবছরও তার অন্যথা নয়। কর্মকর্তারা আশাবাদী আগামী দিনগুলিতে উপচে পড়বে ভিড়। পরপর বন্যা, বিপর্যয় কেউই রুখতে পারেনি ঘাটালের পুজোর আনন্দ। দুঃখ ভুলে এখন হাড়ভাঙা পরিশ্রমের ফল এই মণ্ডপ মানুষের সামনে তুলে ধরতে পেরে তারা আনন্দিত। তাই তাঁর পুজোর ত্রুটি রাখতে চাননা কেউই।
advertisement
আরও পড়ুন : দেশ-বিদেশের কীর্তি নয়, মাটির ঘরেই উমার আগমন! থিমে লুকোনো চমক দেখে অবাক হবেন
ঘাটাল মহকুমা জুড়ে যেমন বনেদি বাড়ির পুজোর অভাব নেই, ঠিক তেমনই মহকুমা জুড়ে প্রচুর ক্লাব কমিটির থিমের পুজো হয়। অনন্য সুন্দর সব বার্তা নিয়ে থিম সাজিয়ে প্রস্তুত কমিটিগুলি। পুজো কমিটির সম্পাদক জানান, এবছর তাদের পুজো আশি তম বর্ষে পদার্পণ করেছে। থিমসহ পুজোর বাজেট প্রায় ২৫।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
থিমের নাম মানত মন্দির। তবে শুধু দুর্গা দেবীর আরধনায় না, সারাবছর চলে তাদের সমাজ সেবা মূলক কর্মকান্ড। পুজো কমিটি আশাবাদী, প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় যদি আগামী দিনগুলি আবহাওয়া ভাল থাকে, তাহলেও আরও ভিড়় হবে। সুশৃঙ্খলভাবে সকলকে প্রতিমা দর্শন করাতে তারা বদ্ধ পরিকর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Ghatal,Paschim Medinipur,West Bengal
First Published :
September 29, 2025 11:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : বন্যা, বিপর্যয়ের বারবার আঘাত, তবুও আয়োজন...! ঘাটালে উৎসবের ছবি দেখলে মেলাতে পারবেন না