Durga Puja 2025 : দেশের সবথেকে ধনী মন্দির এবার বর্ধমানে, তৈরির খরচ শুনলে মাথা ঘুরবে! বাইরে লম্বা লাইন, আপনিও ঘুরে আসুন

Last Updated:

Durga Puja 2025 : দুর্গাপুজোয় বিশাল চমক বর্ধমানে। ভারতের সবচেয়ে ধনী মন্দিরের দেখা পাবেন বর্ধমানে। তৈরির খরচ শুনলেও মাথা ঘুরবে। দেখার সুযোগ মিস করবেন না।

+
সবুজ

সবুজ সংঘের মন্ডপ।

বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কলকাতার বিগ বাজেটের দুর্গাপুজো নিয়ে যতই হৈচৈ হোক না কেন, পূর্ব বর্ধমানের বর্ধমান শহরও কিন্তু কোনও অংশে কম নয়। এখানে এমন কিছু পুজো আছে, যা শহরবাসী থেকে বাইরের ভ্রমণকারীদেরও টেনে আনে। আর সেই তালিকায় অন্যতম সবুজ সংঘের দুর্গাপুজো। প্রতিবছরই শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেন সবুজ সংঘ এবার কী থিম নিয়ে আসছে, সেটা দেখার জন্যই। কারণ একের পর এক অভিনব প্যান্ডেল সাজিয়ে বর্ধমানবাসীর মন জয় করে নিয়েছে এই ক্লাব। এ বছর সবুজ সংঘ হাজির করেছে চমকপ্রদ এক আয়োজন।
দক্ষিণ ভারতের কেরালার তিরুবনন্তপুরম জেলার বিখ্যাত শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে তাদের প্যান্ডেল। চোখ ধাঁধানো এই প্যান্ডেল সাজিয়েছেন নদীয়ার শিল্পী। বাজেট? শুনলে অবাক হবেন, প্রায় ৫০ লক্ষ টাকা! সবুজ সংঘের সদস্য জয়মাল্য ঘোষ বলেন, “প্রত্যেক বছরই আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, সেরকমই এবারও করেছি। পুরোটাই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে। পরিবেশ সচেতনতার একটা বার্তাও দিতে চাইছি শহরবাসীকে। আমাদের কার্নিভালেও চমক থাকবে।”
advertisement
আরও পড়ুন : পুজোর বাজেট মাত্র ২ লক্ষ, তাতেই কিস্তিমাত পুজো কমিটির! থিম ফিরিয়ে দিচ্ছে জোড়া নস্টালজিয়া
এটা সবুজ সংঘের ৪২তম বর্ষের পুজো। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই রাজকীয় প্যান্ডেল দেখতে। বাইরে আলোর ঝলকানি আর ভেতরে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অনবদ্য ছোঁয়া। দর্শনার্থীরা প্যান্ডেল দেখে বলছেন, তাঁরা যেন সত্যিই কেরালায় পৌঁছে গিয়েছেন। শুধু সাজসজ্জা নয়, দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও রয়েছে বিশেষ নজর। আয়োজকরা রেখেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা, যাতে উৎসবের আনন্দে কোনও ভাঁটা না পড়ে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের মানুষ থেকে বাইরের অতিথি সবাই একবার হলেও ছুটে আসছেন বর্ধমানের সবুজ সংঘে। অনেকেই বলছেন এবারের দুর্গাপুজোর সবচেয়ে বড় আকর্ষণ এটাই। সবমিলিয়ে দক্ষিণ ভারতের রাজকীয় স্বাদ এবার পাচ্ছেন বর্ধমান শহরের বুকে! পরিবার বন্ধুদের নিয়ে যেতেই পারেন এই পুজোপ্যান্ডেল দেখার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : দেশের সবথেকে ধনী মন্দির এবার বর্ধমানে, তৈরির খরচ শুনলে মাথা ঘুরবে! বাইরে লম্বা লাইন, আপনিও ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement