advertisement

Durga Puja 2025 : পুজোর বাজেট মাত্র ২ লক্ষ, তাতেই কিস্তিমাত পুজো কমিটির! থিম ফিরিয়ে দিচ্ছে জোড়া নস্টালজিয়া

Last Updated:

Durga Puja 2025 : থিমের পরিকল্পনা করেছে বাজিমাত। কিন্তু বাজেট শুনলে বিশ্বাস হবে না। মাত্র ২ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে চোখ জুড়িয়ে দেওয়া থিম।

+
পুজো

পুজো মণ্ডপ

শিলদা, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী‌: বাঙালির সর্ব কালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই বাঙালির এই পুজোকে ঘিরে আলাদা উদ্দীপনা চোখে পড়ে। প্রতি বছর মানুষকে আনন্দ দেয় বিভিন্ন পুজো কমিটির রকমারি থিমের মণ্ডপ। শৈশবের সহজপাঠকে কেন্দ্র করে এবার এই পুজোর থিম। একেই পুজো মানে ছোটবেলার একরাশ নস্টালজিয়া। তারওপর এই ভাবনা উসকে দিল আরেক শৈশবের গল্প।
এই বছরেও তাঁদের দুর্গাপুজোর থিম সকলকে আকর্ষণ করতে চলেছে। ২০২৫ সালে তাদের পুজোর ভাবনায় উঠে এল শিশুদের কথা। ছোটদের সঙ্গে রবীন্দ্রনাথের যে ভাবনাগুলি সম্পৃক্ত, তাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায়। তাই এই বছর পুজোর থিম ‘বাংলা আমার গর্ব’। সহজপাঠ’ মানে এখনও শিশুদের কাছে একটা আস্ত শৈশব। যে শৈশবে স্পর্শ রেখেছেন স্বয়ং বিশ্বকবি। তাঁকেও স্মরণ করল এই পুজোর পরিকল্পনা। দুর্গাপুজো ঘিরে যেমন বাঙালির নস্টালজিয়া থাকে, তেমনই সহজপাঠ ঘিরেও রয়েছে অনেকের অনেক স্মৃতি।
advertisement
আরও পড়ুন : পুজোর সময় বিশেষ পরিষেবা! উৎসবে আর চিন্তা নেই, এক ফোনেই মিলবে চিকিৎসা! কোথায় পাবেন এই সুবিধা
সেসব স্মৃতিই উসকে দিচ্ছে এই পুজো। পুজো কমিটির সম্পাদক নিশীথ চক্রবর্তী জানান ‘পৃথিবীর সমস্ত সংস্কৃতি ও ভাষাকে আমরা যেমন সম্মান করি সেই রকম আমরা কখনওই চাই না ইংরেজি, হিন্দি বা উর্দু কোনও ভাষা ও সংস্কৃতি আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর কর্তৃত্ব স্থাপন করুক। আমরা কোনও মূল্যেই সাংস্কৃতিক ঔপনিবেশিকতাকে প্রশ্রয় দেবনা।’ তবে একেবারেই স্বল্প বাজেটে তৈরি হচ্ছে এই থিম। মাত্র ২ লক্ষ টাকায় তৈরি করা হয়েছে এই সম্পূর্ন থিম।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারের থিমের মণ্ডপ তৈরি করা হচ্ছে খড়, বাঁশ ও চটের বস্তা দিয়ে। আর তাঁদের প্রতিমা হতে চলেছে ডাকের সাজের সাবেকি প্রতিমা। বিগত বছরগুলির মত এই বছরেও বেশ ভালই ভিড় হবে বলে মনে করছে পুজো কমিটি। এই থিম সকলকে আকর্ষণ করবে বলে তাঁরা নিশ্চিত। গোটা পুজো প্যান্ডেল জুড়ে রয়েছে চটের বস্তা, মাটি ও বাঁশের নিপুণ হাতের কারুকার্য। সহজ পাঠের কিছু জিনিস এখানে শিল্প কর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মূলত বর্তমান সময়ে মানুষ গ্রাম বাংলার সংস্কৃতি ভুলে যেতে চলেছে। সেই সংস্কৃতি সকলের সামনে তুলে ধরতেই এই থিমকে বেছে নেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : পুজোর বাজেট মাত্র ২ লক্ষ, তাতেই কিস্তিমাত পুজো কমিটির! থিম ফিরিয়ে দিচ্ছে জোড়া নস্টালজিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement