Nadia News: কলকাতার এনআরএস-এর চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন নদিয়ার প্রান্তিক অঞ্চলে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গ্রামের মানুষেরা অনেক সময় জটিল রোগের চিকিৎসা করাতে কলকাতা ও শহরতলিতে গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করান। এতে সময় লাগে অত্যন্ত বেশি।
কৃষ্ণগঞ্জ: সীমান্তবর্তী এলাকার প্রান্তিক মানুষের কাছে এবার পৌঁছে যাবে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজের ডাক্তারেরা। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে ডাক্তার কর্মসূচি প্রকল্পে এবার থেকে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা পৌঁছে যাবেন দুঃস্থ মানুষের কাছে।
গ্রামের মানুষেরা অনেক সময় জটিল রোগের চিকিৎসা করাতে কলকাতা ও শহরতলিতে গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করান। এতে সময় লাগে অত্যন্ত বেশি। তার উপর যাতায়াতের খরচও জোগাতে হয়। সেই কারণেই বিশেষত প্রান্তিক মানুষদের জন্য দুয়ারে ডাক্তার প্রকল্পের কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার।
advertisement
advertisement
আর এই প্রকল্পের অধীনে নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তবর্তী গেদে এলাকাতে সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে ডাক্তার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। টানা দু'দিন প্রান্তিক মানুষদের চিকিৎসা পরিষেবা দেবেন নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারেরা। এই শিবিরে উপস্থিত থাকবেন জেনারেল মেডিসিন বিভাগ, এন্ডোক্রিনোলজি বিভাগ, শিশুরোগ বিশেষজ্ঞ, সাধারণ শল্য চিকিৎসার, নাক, কান, গলা, চর্মরোগ বিশেষজ্ঞ।
advertisement
জানা যায় প্রতিদিন এক হাজার রোগী দেখার লক্ষ্য মাত্রা রয়েছে চিকিৎসকদের। প্রত্যেকটি মানুষের প্রয়োজন অনুযায়ী, চিকিৎসকেরা রোগের পরামর্শ দেবেন, এ ছাড়াও দেওয়া হবে বিনামূল্যে ওষুধ। শিবিরে থাকছে ইসিজি-সহ বেশ কিছু পরীক্ষার ব্যবস্থাও। স্বাভাবিকভাবেই কলকাতা ও শহরতলির হাসপাতালের চিকিৎসকদের নিজেদের এলাকায় পেয়ে খুশি সাধারণ মানুষেরা। তাঁরা চান, ভবিষ্যতেও এইরকম শিবির করা হয় যেন।যাতে প্রান্তিক এলাকার মানুষেরা উন্নত চিকিৎসা পরিষেবা পেতে পারেন নিজের এলাকায়।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 8:36 PM IST