East Medinipur News: হতদরিদ্র সহপাঠীর ২টি কিডনিই বিকল, বন্ধুর চিকিৎসার খরচ জোগাতে পথে কলেজ পড়ুয়ারা!

Last Updated:

East Medinipur News: পড়াশোনার পাশাপাশি সংসারের যাবতীয় দায়ভার কাঁধে এসে পড়ে কোলাঘাটের এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুকদেবের উপর। তাই বাধ্য হয়েই পড়াশোনার ফাঁকেই রাজমিস্ত্রির কাজ করে সংসারের হাল ফেরানোর আশায় দিন গুনছিলেন এই তরুণ।

+
কৌটো

কৌটো হাতে ছাত্র-ছাত্রীরা

কোলাঘাট: বন্ধুর বিপদে এগিয়ে এলেন তাঁরই সহপাঠী ও কলেজের অন্যান্য বর্ষের ছাত্রছাত্রীরা। কলেজের ইউনিফর্ম পরে, পিঠে ব্যাগ হাতে কৌটো নিয়ে রাস্তায় নামলেন তাঁরা। উদ্দেশ্য, বন্ধুর চিকিৎসার খরচের জোগান। রেল স্টেশন থেকে বাসস্ট্যান্ড, এমনকি বাজার-দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছেন একদল পড়ুয়া। চরম দারিদ্রকে সঙ্গী করে জীবন যুদ্ধের লড়াইয়ে নেমেছিলেন কোলাঘাটের সরকারি পলিটেকনিক কলেজের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। কিন্তু মাঝপথেই ঘটল যেন ছন্দপতন। দু’টি কিডনি বিকল হয়ে যাওয়া মুমূর্ষু, অসহায় ওই পড়ুয়ার প্রাণ বাঁচাতে তাই রাস্তায় নেমে সাহায্য প্রার্থনা করলেন তাঁর সতীর্থরা।
কোলাঘাটের আমলহান্ডা এলাকায় রয়েছে কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। যার পড়ুয়া সংখ্যা প্রায় ৩৫০ জন। সেই কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্র শুকদেব রাউত। পাশের হাওড়া জেলার উলুবেড়িয়া থানার গঙ্গারামপুর এলাকার বাসিন্দা। বাবা গৌতম রাউত বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ। স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গ্রামের এক চিলতে মাটির বাড়িতে কোনও রকমে তাঁদের অভাবের সংসার। দিনমজুরির কাজ করে কোনও রকমে সেই সংসার চালিয়ে নিয়ে গেলেও দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে সেটাও বর্তমানে আর সম্ভব হয় না।
advertisement
advertisement
পড়াশোনার পাশাপাশি সংসারের যাবতীয় দায়ভার কাঁধে এসে পড়ে কোলাঘাটের এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুকদেবের উপর। তাই বাধ্য হয়েই পড়াশোনার ফাঁকেই রাজমিস্ত্রির কাজ করে সংসারের হাল ফেরানোর আশায় দিন গুনছিলেন এই তরুণ। এদিকে ছোট ভাইয়ের পড়াশোনার খরচও তাঁকেই জোগাতে হত। ফলে দীর্ঘ এই শারীরিক এবং মানসিক চাপে এমনিতেই বেশ কয়েক মাস ধরে ভেঙে পড়েছিলেন শুকদেব। এমন পরিস্থিতিতে দিন কয়েক আগে কলেজে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সতীর্থ পড়ুয়াদের প্রচেষ্টায় তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তার দু’টি কিডনির সমস্যার কথা জানা যায়। আর তাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়া অবস্থা ওই হতদরিদ্র পরিবারের।
advertisement
চিকিৎসার খরচের পাশাপাশি সংসারের জন্য প্রয়োজনীয় টাকা আসবে কীভাবে? প্রায় দিশেহারা শুকদেব। তাঁর এই অসহায় দুর্দিনে পাশে এসে দাঁড়াযন কলেজের প্রায় সমস্ত পড়ুয়া থেকে শুরু করেন শিক্ষক-শিক্ষিকারা। নিজেদের সাধ্যমত সাহায্যের পাশাপাশি দু’টি কিডনি বদলের বিপুল খরচ জুগিয়ে বন্ধুকে বাঁচাতে কৌটো হাতে অর্থ সংগ্রহ করতে নেমে পড়েছেন সকলে। ওই পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিত ভাবে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা, পাঁশকুড়া স্টেশনের পাশাপাশি খড়্গপুর স্টেশন এলাকাতে গিয়েও সাহায্যের আবেদন জানান। তাঁদের কথায়, ‘‘আমরা চাই শুকদেব সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।’’
advertisement
শুকদেবের খুব কাছের এক বন্ধু শঙ্খশুভ্র সিট বলেন, ‘‘পড়াশোনার ফাঁকে সংসারের হাল ফেরাতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শুকদেব নিজের শরীরের ন্যূনতম খেয়াল রাখেনি। অনিয়মিত জীবন যাপন, সময় মতো না খাওয়া, এবং হাড়ভাঙা খাটনির জন্য ওর দু’টো কিডনি বিকল হয়ে গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এমন অবস্থায় কিডনি বদলের খরচের পাশাপাশি সংসার কীভাবে চলবে, সেটা ভেবেই এভাবে আমরা এখন সকলের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।’’ কলেজের প্রিন্সিপাল ইনচার্জ সৌমেন সাহা বলেন, ‘‘বর্তমানে এসএসকেএম-এ ডায়ালিসিস চলছে। অত্যন্ত দরিদ্র পরিবারের এই মেধাবী ছাত্রটিকে বাঁচাতে ব্যক্তিগতভাবে আমরাও সাধ্য মতো সাহায্য করব। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও সাহায্যের আবেদন আমরা জানিয়েছি।’’
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: হতদরিদ্র সহপাঠীর ২টি কিডনিই বিকল, বন্ধুর চিকিৎসার খরচ জোগাতে পথে কলেজ পড়ুয়ারা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement