Ram Mandir Inauguration: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে বিরাট উদ্যোগ, আমন্ত্রণ পত্র বিলি নদিয়ায়

Last Updated:

Ram Mandir Inauguration: রামমন্দির উদ্বোধন উপলক্ষে শ্রীরামচন্দ্রের ছবি এবং আমন্ত্রণ পত্র নিয়ে বছরের প্রথমেই বাড়ি বাড়ি বিভিন্ন সংগঠনের আধিকারিকেরা।

+
রাম

রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণপত্র হাতে নিয়ে আরএসএস কর্মী সমর্থক

নদিয়া: রামমন্দির উদ্বোধন উপলক্ষে শ্রীরামচন্দ্রের ছবি এবং আমন্ত্রণ পত্র নিয়ে বছরের প্রথমেই বাড়ি বাড়ি বিভিন্ন সংগঠনের আধিকারিকেরা। এই মুহূর্তে দেশে সবচেয়ে চর্চিত এবং কাঙ্খিত বিষয় রামমন্দির উদ্বোধন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা অযোধ্যায়। পরিষদ যাকে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্বোধনে অংশ নেবেন বলেই জানা গেছে যদিও ইতিমধ্যেই তিনি সরজমিনে খতিয়ে দেখে এসেছেন গোটা বিষয়টি।
সর্বসাধারণের আমন্ত্রণের জন্য বহু প্রাচীন সনাতনী রীতি এবং বর্তমান উত্তরপ্রদেশের নিয়ম অনুযায়ী হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত কিংবা প্রসাদী চাল ভারতের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৎপরতা চলছে, বিজেপি কর্মী সমর্থক সহ আরএসএস এবং অন্যান্য বিভিন্ন সনাতনী ধর্মীয় সংগঠন গুলির পক্ষ থেকে। আমন্ত্রণের প্রধান ভূমিকায় রয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট কমিটি।ইতিমধ্যেই অযোধ্যা থেকে তিন কলসি ভর্তি হলুদ চাল ‘অক্ষত’ চলে এসেছে বাংলায়। অযোধ্যায় বিশেষ পুজোর পরে সব রাজ্যে এই চাল পাঠায় রামমন্দির নির্মাণকারী সংগঠন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’।
advertisement
advertisement
বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক হিসাবে দেশে মোট ৪৫টি রাজ্য। পশ্চিমবঙ্গে অবশ্য এই পরিমান অনেকটাই বেশি। তিনটি আলাদা রাজ্যের ভাগ রয়েছে। উত্তর, মধ্য এবং দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য হলুদ চালের কলস সরাসরি শিলিগুড়ি পৌঁছে গিয়েছে।
advertisement
বাকি বঙ্গের জন্য দু’টি কলস জম্মু-তাওয়াই এক্সপ্রেসে করে অযোধ্যা থেকে কলকাতায় এসেছিল গত মাসে।সেখান থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছেছে । এবার সেই প্রসাদী চাল, শ্রী রামচন্দ্রের ছবি এবং রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাতে চলেছেন আরএসএস সহ বিভিন্ন কর্মী সমর্থকরা।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Ram Mandir Inauguration: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে বিরাট উদ্যোগ, আমন্ত্রণ পত্র বিলি নদিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement