Nadia News: মারধর করে সন্তান সমেত শ্বশুরবাড়ি থেকে বার করে দেওয়ায় থানার দ্বারস্থ গৃহবধূ
Last Updated:
স্বামীর অবর্তমানে দুই ভাসুর মারধর করে সন্তান সমেত শ্বশুরবাড়ি থেকে বার করে দেয় ওই গৃহবধূকে, এমনই অভিযোগ
#শান্তিপুর: করোনা পরিস্থিতির জন্য একাধিক মানুষ নিজের কাজ হারিয়েছেন। ঠিক তেমনই করোনার সময় কাজ চলে গিয়েছিল নদিয়ার শান্তিপুর এলাকার বাসিন্দা পিয়ালী ঘোষের স্বামী ভক্ত ঘোষের। আট বছর আগে ভক্ত ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল পিয়ালী ঘোষের৷ তাদের একটি সন্তান রয়েছে। কাজ হারিয়ে তিনি চলে গিয়েছিলেন কাজের সন্ধানে । সেই কারণে শশুরবাড়িতে একাই থাকতে হত পিয়ালী ঘোষকে। এরপরেই ঘটনার সূত্রপাত হয়। পিয়ালী ঘোষ জানান তার ভাসুর অভিযুক্ত সুজয় ঘোষ বাড়িতে বেশ কিছু লোকজন এনে মদ্যপান করতেন।
আরও পড়ুন - BCCI Selection Committee: রজার বিন্নি আসতেই এবার চেতন শর্মার চাকরিতে কাঁচি! বোর্ডের অন্দরে জোর ফিসফাস
পিয়ালী ঘোষ প্রতিবাদ করায় প্রায়শই তাকে মারধর করত শ্বশুরবাড়ির লোকজন। এরপর গত ১৭ তারিখ পুনরায় পিয়ালী ঘোষের ভাসুর অভিযুক্ত সুজয় ঘোষ এবং বিকাশ ঘোষ তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ । এবং তিনি বলেন মারধর করার সময় শ্বশুরবাড়ির কোন লোকজনই তাদের বাধা দেননি। এরপরেই মারধর করে পিয়ালী ঘোষ আর তার সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে জানান তিনি। এরপর পিয়ালী ঘোষ স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে অভিযোগ করতে গেলে তারা কোনও ব্যবস্থাই নেয়নি বলে জানায় পিয়ালী।
advertisement
আরও পড়ুন - Malda News: ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালীর
এরপরেই পিয়ালী ঘোষ তার বাপের বাড়ির লোকজনদের নিয়ে শান্তিপুর থানায় আসে লিখিত অভিযোগ দায়ের করতে অভিযুক্ত তার দুই ভাসুরের নামে। তিনি আরও জানান এর আগেও তার স্বামী ভক্ত ঘোষকে বেধড়কভাবে মেরেছিল তার শ্বশুরবাড়ির লোকজন। বর্তমানে তার স্বামীর চোখের কাছে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের ঘটনা পিয়ালী ঘোষ তার স্বামী ভক্ত ঘোষকে জানালে, তার স্বামী তাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য উপদেশ দেন। পিয়ালী ঘোষ জানান তার স্বামী তাকে বলেছে প্রয়োজনে তিনি ওখান থেকে সাক্ষী পর্যন্ত দিতে রাজি। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
October 19, 2022 5:47 PM IST