Nadia News: বিলুপ্তির পথে কাঁচা মিঠে আম! প্রমাদ গুণছেন চাষিরা
- Published by:Uddalak B
Last Updated:
সম্প্রতি কাঁচা মিঠে আমের গায়ে এক ধরনের কালো দাগ হয়ে যাচ্ছে, আটি হওয়ার আগেই যাচ্ছে হলুদ হয়ে।
নদিয়া: আগামীতে কি বিলুপ্ত হতে চলেছে দেশীয় কাঁচামিঠে আম? সম্প্রতি কাঁচা মিঠে আমের গায়ে এক ধরনের কালো দাগ হয়ে যাচ্ছে, আটি হওয়ার আগেই যাচ্ছে হলুদ হয়ে। কখনও বা ফেটে কখনও বোঁটা শুকিয়ে খসে পড়ছে মাটিতে।
চাষিরা জানাচ্ছেন অন্যান্য আমে পাকার আগে খুব কম পরিমাণে এ ধরনের সমস্যা হচ্ছে, ইদানিং তবে কাঁচা মিঠাতে সবচেয়ে বেশি। তার সঙ্গে বিভিন্ন দেশি প্রজাতির আম নষ্ট হচ্ছে এ ভাবে দাগ হয়ে। ওদিকে হাইব্রিডের আমের গুণগত স্বাদ এবং গন্ধে কম হলেও দেখতে ভাল, তাই বাজারে সেগুলি চড়া দামে বিক্রি হলেও দেশী কাঁচা মিঠা আমের বাজার নেই।
advertisement
advertisement
আরও পড়ুন: 'দাদাগিরি চলবে না!', সাহেবগঞ্জ ও সিতাই নিয়ে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজে দাঁড়িয়ে করাবেন ভোট
তাঁরা আশঙ্কা করছেন এভাবেই, হয়তো একদিন চিরতরে বিদায় নেবে দেশি কাঁচা মিঠে। তা ছাড়া এই আমে পূর্বের সেই স্বাদ আর সুগন্ধ এখন আর মেলে না। হাইব্রিড কাঁচা মিঠা ৩০-৩৫ টাকা কেজি দাম পাওয়া গেলেও, দেশি এই দাগ ধরা আম স্থানীয় বাজারে ১০-১৫ টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না।
advertisement
এমনই নানান অভিজ্ঞতার কথা শোনালেন কয়েক পুরুষ ধরে আম চাষ করে আসা এ প্রজন্মের আম চাষী হামিদুল ইসলাম। তিনি বলেন অন্যান্য অনেক চাষীর সঙ্গে তিনি আলোচনা করেছেন প্রত্যেকেরই এই একই সমস্যা।
বিশেষজ্ঞরা জানান, একসঙ্গে জৈব চাষ এবং রাসায়নিক বর্জনের সিদ্ধান্ত নিতে হবে, ভবিষ্যতের কথা ভেবে। অল্প খরচে অথবা অল্প সময়ে বেশি ফল আশা করা, মানেই রাসায়নিকের প্রয়োগ আর সেক্ষেত্রে দূরে থাকাই বাঞ্ছনীয়।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 5:31 PM IST