Nadia News: বাঁধ কেটে মুক্ত করা হল অঞ্জনা নদীকে! মিশে গেল জলঙ্গিতে

Last Updated:

কৃষ্ণনগর নগেন্দ্রনগরে জলঙ্গী ও অঞ্জনার উৎসমুখ দীর্ঘকাল ধরেই ছিল অবরূদ্ধ। বাঁধ কেটে মুক্ত করা হল দুই নদীকে।

+
কচুরিপানায়

কচুরিপানায় ঢেকে গিয়েছে নদী

নদিয়া: অবরুদ্ধ অঞ্জনা নদীর উৎসমুখ খুলে প্রতিকী প্রতিবাদ পরিবেশকর্মীদের। নদী আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। নদীর সঙ্গে মানুষের বহুযুগের সম্পর্ক। বেশীরভাগ জনপদের জীবনজীবিকা চলে এই নদীকে নিয়ে। বিশ্বউষ্ণায়ন ও পরিবেশ দূষণ আজ নদীকে গ্রাস করতে বসেছে। নদীর গতিপথ পাল্টে যাচ্ছে, অনেকাংশে নদী এখন মৃতপ্রায়। স্রোত হারিয়ে নদী জীবজগৎ আজ প্রায় শেষের মুখে। নদীকে বাঁচাতেই অবরুদ্ধ অঞ্জনা নদীর উৎসমুখ খুলে প্রতিকী প্রতিবাদ পরিবেশকর্মীদের।
কৃষ্ণনগর নগেন্দ্রনগরে যেই জায়গা থেকে শুরু হয়েছে অঞ্জনা নদী, সেই জলঙ্গি ও অঞ্জনার উৎসমুখ দীর্ঘকাল ধরেই অবরূদ্ধ। উৎসমুখ অবরূদ্ধ থাকায় অঞ্জনায় জলঙ্গি থেকে জল প্রবেশ করতে পারে না। ইতিপূর্বে কিশোর বাহিনীর উদ্যোগে দুই দিনের অঞ্জনা বাঁচাও পদযাত্রা হয়েছিল আর জলঙ্গী নদী সমাজের উদ্যোগে সাইকেল যাত্রা হয়েছিল। এবার সরাসরি পথে নামল নদী ও পরিবেশ কর্মীরা।
advertisement
advertisement
এদিন সকালে অঞ্জনা নদীকে রক্ষা করার বার্তা দিতে প্রতীকি কর্মসূচি পালন করল পরিবেশ কর্মীরা।অঞ্জনা নদী বাঁচাও কমিটি ও জলঙ্গি নদী সমাজের যুগ্ম আহব্বানে এই কর্মসূচীতে সামিল হয়েছিল নদিয়া পরিবেশ মঞ্চ, কিশোর বাহিনী, নর্মান বেথুন, ইউনাইটেড রেড স্টার, বিজ্ঞান মঞ্চের সংগঠকেরা। এই কর্মসূচীর সঙ্গে গভঃ কলেজের মাঠ পরিষ্কারের উদ্যোগ নেয় এই সংগঠনের সকল সদস্যরা। এছাড়া কৃষ্ণনগর পৌরসভা ও পৌরসভার ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং তার অফিসের তিন জন প্রতিনিধি এবং তার ওয়ার্ডের চার জন সাফাই কর্মী উপস্থিত ছিলেন এবং তারাও মাঠ পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছিলেন।
advertisement
এই কর্মসুচিতেই জলঙ্গি ও অঞ্জনার অবরূদ্ধ বাঁধ কেটে দেওয়া হয়। কিছুদিন আগেও দুই নদীর মাঝে কয়েক ফুট জল চলাচলের জায়গা ছিল। ইদানীং সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন পরিবেশ কর্মীরা সদলে উপস্থিত থেকে বন্ধন মুক্ত করে দেয়। দীর্ঘ দিন পরে মিলে ‌যায় দুই নদী জলঙ্গী ও অঞ্জনা।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাঁধ কেটে মুক্ত করা হল অঞ্জনা নদীকে! মিশে গেল জলঙ্গিতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement