Durga Puja 2022: বেনারসের কাশি বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি নদিয়ার এই দুর্গা মণ্ডপ! দেখুন

Last Updated:

Durga Puja 2022: বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের ৩২ তম দুর্গা পুজো উপলক্ষে এবারে তারা তৈরি করেছেন বেনারসে কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে পুজো প্যান্ডেল

+
বাদকুল্লা

বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের এবারের পূজা মন্ডপ কাশি বিশ্বনাথের মন্দির

#নদিয়া: বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের ৩২ তম দুর্গা পুজো উপলক্ষে এবারে তারা তৈরি করেছেন বেনারসে কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে পুজো প্যান্ডেল। কাশি বিশ্বনাথের মন্দির হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। প্রতিবছর হাজারো হাজারো মানুষ পূর্ণ্যার্থীরা বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে পূর্ণ অর্জন করতে যান। তবে অনেকেই সময় অথবা আর্থিক অভাবে যেতে পারেন না কাশি বিশ্বনাথ মন্দির দর্শন করতে।
সেই কারণে বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের এ বছর তৈরি করল কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে তাদের পূজা মণ্ডপ। যা দেখতেই ইতিমধ্যে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। রাস্তার পাশেই অবিকল কাশি বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ। শুধু তাই নয় সম্পূর্ণ পূজা মণ্ডপে রয়েছে শামুক ও ঝিনুকের খোলসের নকশা করা সুন্দর কারুকার্য। মণ্ডপের সামনেই বসানো হয়েছে একটি শিব মূর্তি।স্বাভাবিকভাবে বেনারসের স্বাদ বাদকুল্লায় পেতে দুর্গাপুজোর এই পাঁচটা দিনে ভিড় জমিয়েছে গোটা জেলাবাসী।
advertisement
advertisement
উল্লেখ্য নদিয়া জেলার একাধিক জায়গায় দুর্গাপুজোয় বিশালাকার থিমের প্যান্ডেল তৈরি করা হয়। তার মধ্যে বাদকুল্লা অন্যতম। প্রতিবছর বাদকুল্লার বিভিন্ন ক্লাবে রীতিমতো প্রতিযোগিতা চলে থিমের পুজোর। আর তাই দেখতে ভিড় জমান গোটা নদিয়াবাসী। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। পঞ্চমী থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত বারোটার পরেও যেখানে অন্যান্য দিনগুলিতে রাস্তাঘাট থাকে শুনশান তবে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সমাগম আলোর রোশনাইতে সময় বোঝা দায়। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে দু বছর পর দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2022: বেনারসের কাশি বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি নদিয়ার এই দুর্গা মণ্ডপ! দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement