Siliguri News : ফিরিয়ে দাও শৈশব! শিলিগুড়ির নবীন সংঘের পুজো মণ্ডপের অভিনব ভাবনা অবাক করবে!

Last Updated:
Siliguri News : রথখোলা নবীন সংঘের ৪৭ তম বর্ষে এইবার থিম অবাক করেছে সকলকে। বহু মানুষের ভিড় পুজো মণ্ডপে!
1/6
আজকের শৈশবের সঙ্গে আগেকার শৈশবের তফাৎ অনেকটা! পিঠে হালকা বোঝা, মাঠে খেলার আনন্দই আলাদা, সেগুলোই মাথায় ঘুরপাক খেত ছোট শিশুদের। তবে বর্তমানে পড়াশোনায় চাপের সঙ্গে মোবাইল ফোনের আসক্তি তাদের কোথাও যেন বিচ্ছিন্ন করেছে সাধারণ জীবনযাত্রা থেকে। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
আজকের শৈশবের সঙ্গে আগেকার শৈশবের তফাৎ অনেকটা! পিঠে হালকা বোঝা, মাঠে খেলার আনন্দই আলাদা, সেগুলোই মাথায় ঘুরপাক খেত ছোট শিশুদের। তবে বর্তমানে পড়াশোনায় চাপের সঙ্গে মোবাইল ফোনের আসক্তি তাদের কোথাও যেন বিচ্ছিন্ন করেছে সাধারণ জীবনযাত্রা থেকে। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
advertisement
2/6
রথখোলা নবীন সংঘের ৪৭ তম বর্ষে এইবার থিম আপনাদের প্রশ্নের উত্তর।  এই টিমের মাধ্যমে মুঠো ফোনের প্রতি আসক্তি সহ বর্তমান প্রজন্মের যাবতীয় সমস্যার সমাধান কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
রথখোলা নবীন সংঘের ৪৭ তম বর্ষে এইবার থিম আপনাদের প্রশ্নের উত্তর। এই টিমের মাধ্যমে মুঠো ফোনের প্রতি আসক্তি সহ বর্তমান প্রজন্মের যাবতীয় সমস্যার সমাধান কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
advertisement
3/6
এবছর নবীন সংঘের মণ্ডপে প্রবেশ করলে দেখা যাবে নন্টে ফন্টে , হাঁদা ভোঁদা, ঠাকুরমার ঝুলি সহ নানা ধরনের গল্পের বই দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ।  একসময় ছোটবেলার সাথী এই বইগুলোর সম্পর্কে নতুন প্রজন্মের একটা বড় অংশই অজ্ঞ তাই সমাজকে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই ক্লাব। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
এবছর নবীন সংঘের মণ্ডপে প্রবেশ করলে দেখা যাবে নন্টে ফন্টে , হাঁদা ভোঁদা, ঠাকুরমার ঝুলি সহ নানা ধরনের গল্পের বই দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। একসময় ছোটবেলার সাথী এই বইগুলোর সম্পর্কে নতুন প্রজন্মের একটা বড় অংশই অজ্ঞ তাই সমাজকে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই ক্লাব। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
advertisement
4/6
১৭ লক্ষ টাকার বাজেট নিয়ে বিগ বাজেটের পূজা গুলিকে টেক্কা দিতে প্রস্তুত নবীন সংঘ শুধুমাত্র মণ্ডপ সজ্জাই নয়, তাদের প্রতিমাতেও রয়েছে চমক। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
১৭ লক্ষ টাকার বাজেট নিয়ে বিগ বাজেটের পূজা গুলিকে টেক্কা দিতে প্রস্তুত নবীন সংঘ শুধুমাত্র মণ্ডপ সজ্জাই নয়, তাদের প্রতিমাতেও রয়েছে চমক। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
advertisement
5/6
শিলিগুড়ির প্রতিমা শিল্পী সুশান্ত পাল প্রতিমা করেছেন।   দেবীকে এবার গুরুমা হিসেবে দেখানো হয়েছে। এবং চিরাচরিত নিয়মে থাকা মহিষাসুরকে রাখা হয়নি। সিংহকেও হিংসতার পরিবর্তে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে বলে জানালেন পূজা কমিটির সম্পাদক তারক সরকার ।  ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
শিলিগুড়ির প্রতিমা শিল্পী সুশান্ত পাল প্রতিমা করেছেন। দেবীকে এবার গুরুমা হিসেবে দেখানো হয়েছে। এবং চিরাচরিত নিয়মে থাকা মহিষাসুরকে রাখা হয়নি। সিংহকেও হিংসতার পরিবর্তে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে বলে জানালেন পূজা কমিটির সম্পাদক তারক সরকার । ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
advertisement
6/6
তিনি বলেন এখন ছেলে মেয়েদের পড়াশোনার বই কিংবা মোবাইল ছাড়া অন্য দুনিয়া নেই আগে গল্পের বই পড়া মাঠে খেলতে যাওয়া বড়দের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে শৈশব কেটে যেত সেই হারিয়ে যাওয়া ফিরে পেতেই এই চেষ্টা।   ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
তিনি বলেন এখন ছেলে মেয়েদের পড়াশোনার বই কিংবা মোবাইল ছাড়া অন্য দুনিয়া নেই আগে গল্পের বই পড়া মাঠে খেলতে যাওয়া বড়দের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে শৈশব কেটে যেত সেই হারিয়ে যাওয়া ফিরে পেতেই এই চেষ্টা। ( লেখা ও ছবি: অনির্বাণ রায় )
advertisement
advertisement
advertisement