Nadia News: সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও বাংলাদেশি টাকা উদ্ধার
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
প্রায় ৬৫০ গ্রাম ডার্ক ব্রাউন পাউডার এবং ১৯ লক্ষ ৭৬ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। গভীর রাতে চোরাকারবারীরা এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।
নদিয়া: তেহট্টের বিষ্টুগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক ও বাংলাদেশি টাকা উদ্ধার। চোরাচালান ভেস্তে দিয়ে এই বিপুল পরিমাণ মাদক ও বাংলাদেশি টাকা উদ্ধার করল বিএসএফ। প্রায় ৬৫০ গ্রাম ডার্ক ব্রাউন পাউডার এবং ১৯ লক্ষ ৭৬ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। গভীর রাতে চোরাকারবারীরা এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের বিষ্টুগঞ্জ বিওপির জওয়ানরা সীমান্তে ওৎ পেতে বসে থাকেন। ওই সময় সীমান্তে বেশ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি জওয়ানদের নজরে আসে। তাঁরা দেখেন কয়েকজন চোরাকারবারী ব্যাগ নিয়ে দ্রুত সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। জওয়ানরারা তাদের তাড়া করলে পাচারকারীরা নিচু চাষ জমির উপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে তারা পালাতে পারলেও সঙ্গে থাকা ব্যাগ ফেলে যায়। তার ভেতর থেকেই ওই মাদক ও বাংলাদেশি টাকা উদ্ধার হয়।
advertisement
advertisement
বাজেয়াপ্ত করা মাদক ও বাংলাদেশি টাকা বিএসএফ এরপর আইন মেনে তেহট্ট থানার হাতে তুলে দেয়। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র এ কে আর্য জওয়ানদের কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, কর্তব্যরত জওয়ানদের সতর্কতার জন্য এই সাফল্য এসেছে। এছাড়াও তিনি জনগণকে কোনও অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএসএফ সদা সতর্ক আছে, সীমান্তে কোনরকম বেআইনি কার্যকলাপ তারা হতে দেবে না।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 3:16 PM IST








