Nadia News: পুজোর আগে দুদিন বেরিয়ে আসুন নদিয়ার মুড়াগাছার বড় দেওয়ানবাটি থেকে

Last Updated:

সপ্তাহের শেষে দুদিনের জন্য বেড়িয়ে আসুন নদিয়ার মুড়াগাছার বড় দেওয়ানবাটি থেকে

মুড়াগাছার বড় দেওয়ান বাটি
মুড়াগাছার বড় দেওয়ান বাটি
নদিয়া: ঘুরতে যেতে আমাদের সকলেরই ভাল লাগে। কারোর পছন্দ পাহাড় কারোর সমুদ্র সৈকত আবার কারোর জঙ্গলে সাফারি করতে ভাল লাগে। মানুষের নিত্যদিনের কাজের থেকে বিরতি পেতে উইকেন্ডে ছোট ট্যুর বা ট্রিপ করতে অনেকেই পছন্দ করেন। সাধারণত শহরতলী কিংবা কলকাতা থেকে দুদিনের জন্য ছোট ট্যুরের বেশ কিছু জায়গা রয়েছে কিন্তু সেগুলিতে বারংবার যেতে কারোরই ভাল লাগে না। সেই কারণে মানুষ এখন যেতে চাইছে একটু অচেনা ডেস্টিনেশন বা বলা যেতে পারে অচেনা জায়গাতে। বিশেষত যারা ইতিহাস প্রেমী তারা যেতে চায় একাধিক পুরনো রাজপ্রাসাদ বা জমিদার বাড়িতে সেখানে গিয়ে খুঁজে বেড়ায় প্রাচীনকালের কাহিনি বা ইতিহাস।
advertisement
জায়গাটির বৈশিষ্ট্য: ঠিক তেমনই নদিয়া জেলার মুড়াগাছাতে রয়েছে ইতিহাসের এক স্মৃতি। নদিয়ার নাকাশিপাড়ার অন্তর্গত প্রাচীন একটি গ্রাম মুরাগাছা। বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী নদিয়ার মুড়াগাছার গ্রাম। এই মুড়াগাছা গ্রামেই রয়েছে প্রায় ৩০০ বছরের পুরনো দেওয়ানবাটী। এই জায়গায় রয়েছে বড় দেওয়ানবাটি, ছোট দেওয়ান বাটি, ঠাকুরদালান, রাস মঞ্চ, শিব মন্দির, রাধামাধবের মূর্তি, অন্নপূর্ণার মূর্তি ইত্যাদি আরও ইতিহাসের বহু অমূল্য সম্পদ। বহু প্রাচীন রাসমঞ্চে বর্তমানে এখন আর রাস উৎসব হয় না। আগে এখানে খুব ধুমধাম করে দোল উৎসব হতো বলেও জানা গিয়েছে কিন্তু বর্তমানে সেই উৎসব আর হয় না।
advertisement
কীভাবে আসবেন: কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে অনায়াসেই আপনি প্রাইভেট গাড়ি অথবা বহরমপুর গামী বাসে করে সরাসরি চলে আসতে পারবেন মুড়াগাছার দেওয়ানবাটিতে। জায়গা চিনতে অসুবিধা হলে স্থানীয় লোকের অথবা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। এছাড়া শিয়ালদহ থেকে আপনি লালগোলাগামী যে কোনও ট্রেনে উঠে মুড়াগাছা স্টেশনে নেমে সেখান থেকে ব্যাটারি চালিত ই রিকশা করে চলে যেতে পারেন দেওয়ানবাটি।
advertisement
দেওয়ানবাটি আসার google ম্যাপ:
থাকা খাওয়ার ব্যবস্থা:প্রত্যন্ত গ্রাম হওয়ায় হোটেলের খুব বিশেষ সুবিধা আপনি এখানে পাবেন না। তবে নাকাশি পাড়ার মেইন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে বেশ কিছু হোটেল আপনি পেয়ে যেতে পারেন। না হলে কিছুটা পিছিয়ে এসে আপনি কৃষ্ণনগরে থাকা খাওয়ার সুব্যবস্থা পাবেন।
advertisement
আরও পড়ুন হাতে বেশি সময় নেই, কিন্তু ঘুরতে চান একাধিক জায়গা, তাহলে ঘুরে আসুন আউশগ্রাম 
আশেপাশের দর্শনীয় স্থান: মুড়াগাছার দেওয়ানবাটি দেখার পর আপনি ওই দিনেই চলে যেতে পারবেন বেথুয়া ডহরি অভয়ারণ্যতে। এছাড়াও আরেকটু বহরমপুরের দিকে এগুলোই চলে আসবে পলাশী সেখানেই রয়েছে সিরাজউদ্দৌলার ব্রিটিশের সঙ্গে যুদ্ধের পলাশীর প্রান্তর। সব মিলিয়ে সপ্তাহের শেষের শনি রোববারের ছুটির এক আদর্শ ট্রিপ হতে পারে এই দেওয়ানবাটি।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পুজোর আগে দুদিন বেরিয়ে আসুন নদিয়ার মুড়াগাছার বড় দেওয়ানবাটি থেকে
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement