Nadia News: অত্যধিক রোদ ও গরমে ব্যাপক ক্ষতির মুখে শিমুরালির পান চাষ

Last Updated:

আমফানে শিমুরালির পান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। বরজ পরে গিয়েছিল। আজ পযর্ন্ত এই বিষয়ে কোনরকম আর্থিক সাহায্য পাওয়া যায়নি সরকারের কাছ থেকে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতে এই বছর আবার ভয়াবহ ক্ষতির মুখে এখানকার পান চাষ।

+
title=

নদিয়া: অত্যধিক গরম ও প্রখর রোদে ব্যাপক ক্ষতির মুখে শিমুরালির পান চাষ। অত্যধিক উষ্ণতায় শুকিয়ে যাচ্ছে পানের বরজ। ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করতে শুরু করেছেন পান চাষিরা। তাঁদের অভিযোগ, এই পরিস্থিতিতে সরকার বা কৃষি বিভাগের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না।
অতিবৃষ্টিতে যেমন পানের ক্ষতি হয় তেমনই একদম বৃষ্টি না হলেও তা পান চাষের ক্ষতি করে। এই বছর আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের ফলে আশেপাশের জলাশয় শূন্য। ফলে জল সেচ করাও সেভাবে সম্ভব হচ্ছে না। চিন্তায় পান চাষিদেরর মাথায় হাত। নদিয়ার শিমুরালির পান বিখ্যাত ছিল একসময়। দেশ-বিদেশে রফতানি হত এই পান। বহু শৌখিন মানুষ নির্দিষ্ট করে এখানকারই পান খেতেন। রাউতাড়ি, শিমুরালি এবং চাঁদুড়িয়া এই তিনটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে শতাধিক বরজে পান চাষ হয়।
advertisement
advertisement
একচেটিয়া পান চাষের কারণে এখানকার পাইকারি পান বাজার যথেষ্ট নামকরা। কাকভোরে সেই বাজার বসে। এখানে মূলত মিঠা ও বাংলা অর্থাৎ ঝাল পান চাষ হয়। চলতি ভাষায় যাদের ভাবনা ও রাশ পান বলে। এখানকার বেশিরভাগ মানুষই বারুজীবি সম্প্রদায়ের। তাঁরা বংশপরম্পরায় পান চাষ করে আসছেন। তবে পান চাষ করে যথেষ্ট সচ্ছলতার সঙ্গে জীবন কাটান তাঁরা। সংসার সামলে সন্তানদের পড়াশোনা চালিয়েও পয়সা বাঁচে। কিন্তু এই বছর যা পরিস্থিতি তাতে এত কিছু তো দূরের কথা, চাষের খরচটাও উঠবে কিনা তা নিয়েই সংশয়ে চাষিরা।
advertisement
আমফানে শিমুরালির পান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। বরজ পরে গিয়েছিল। আজ পযর্ন্ত এই বিষয়ে কোনরকম আর্থিক সাহায্য পাওয়া যায়নি সরকারের কাছ থেকে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতে এই বছর আবার ভয়াবহ ক্ষতির মুখে এখানকার পান চাষ। এমন পরিস্থিতি হতে থাকলে শিমুরালির বিখ্যাত পানের বরজগুলি আগামী দিনে আর থাকবে কিনা তা নিয়েই সংশয় তৈরি হতে পারে বলে জানালেন চাষিরা।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: অত্যধিক রোদ ও গরমে ব্যাপক ক্ষতির মুখে শিমুরালির পান চাষ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement