Nadia News- ভোটের আগে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন নবদ্বীপে

Last Updated:

জানা গেছে, বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী সমর্থক ও তাদের পরিবার বর্গ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে

নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা দলীয় পতাকা তুলে দিচ্ছেন কর্মীদের হাতে
নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা দলীয় পতাকা তুলে দিচ্ছেন কর্মীদের হাতে
#নদিয়া: ইতিমধ্যে শুরু হয়ে গেছে পৌরসভা নির্বাচনের প্রচার। একাধিক জেলায় পৌরসভা নির্বাচন এবং তার ফল প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখনও বেশ কিছু জেলার সাথে নদিয়া জেলারও বাকি আছে পৌরসভা নির্বাচন (Nadia News)। জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি নদিয়ার দশটি পুরসভায় নির্বাচন। এই দশটি পুরসভা হল নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট, বীরনগর, কল্যাণী, গয়েশপুর, তাহেরপুর নোটিফাইড এরিয়া, হরিণঘাটা, চাকদহ, কৃষ্ণনগর। ইতিমধ্যে সব পুরসভার প্রার্থী নির্বাচন করে নমিনেশন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলের প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এবার নির্বাচনের প্রাক মুহূর্তেই বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গনের খবর পাওয়া গেল নদিয়ার নবদ্বীপে (Nadia News)। বিজেপি ছেড়ে ১৪৩ জন কর্মী সমর্থক ও তাদের পরিবার বর্গ আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। নির্বাচনের আগে কর্মী-সমর্থকদের দলত্যাগের এই ঘটনা নবদ্বীপ পৌর এলাকায় বিজেপির শক্তি অনেকটাই ক্ষুন্ন হল। যার প্রভাব সরাসরি পড়বে নির্বাচনের ভোট বাক্সে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।
advertisement
শনিবার রাতে নবদ্বীপ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায়, ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা শিক্ষক নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে প্রকাশ্যে এক দলীয় কর্মী সভায় বিজেপি ছেড়ে কর্মী-সমর্থকরা যোগদান করেন তৃণমূলে। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার প্রাক্তন প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম। সভা মঞ্চে বিজেপি থেকে আগত দলত্যাগী কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও প্রাক্তন পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা (Nadia News)। ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার ভোটার রয়েছে। আসন্ন নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সহ বিরোধী প্রার্থীদের ধরাশায়ী করে জয়লাভ করবেন তিনি বলে জানান তৃণমূল প্রার্থী শিক্ষক নিতাই চন্দ্র দাস।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- ভোটের আগে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন নবদ্বীপে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement