Nadia News: লিখেছেন ৪ হাজারের বেশি কবিতা! কিন্তু ভাগ্যের পরিহাসে সেই কবিই এখন নাপিত
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
দীর্ঘ ৪০ বছরে তিনি চার হাজারেরও বেশি কবিতা লেখেন
নদিয়া: কথায় বলে ‘যে রাধে সে চুল বাঁধে’৷ তবে এমন কি কখনও শুনেছেন যে চুল কাটে সে কবিতাও লেখে? হ্যাঁ ঠিকই শুনেছেন, কবি সাধন প্রামাণিক পেশায় একজন ক্ষৌরকার। চুল দাড়ি কাটাই তাঁর প্রধান আয়ের পথ। সকাল থেকেই দোকান খুলে ছুরি কাঁচি নিয়েই তাঁর কারবার। কারোর কাটতে হয় চুল, কারো দাড়ি। তবে চুল দাড়ি কাটার ফাঁকেই খাতা কলম নিয়ে তিনি বসে পড়েন কবিতা লিখতে।
নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা পেশায় ক্ষৌরকার সাধন প্রামাণিকের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল একজন কবি হওয়ার। কিন্তু ভাগ্যের পরিহাসে সংসারের বোঝা কাঁধে তুলে নিতে গিয়ে খুব বেশি দূর লেখাপড়া করা হয়নি তার। হাতে তুলে নিতে হয়েছিল চুলদাড়ি কাটার যন্ত্রপাতি। তবে কথাই বলে ইচ্ছে থাকলে উপায় হয়, সেই কারণেই নিজের সেলুনে বসেই চুল দাড়ি কাটার পাশাপাশি তিনি লিখতে থাকেন একের পর এক কবিতা। দীর্ঘ ৪০ বছরে তিনি ৪ হাজারেরও বেশি কবিতা লেখেন। তাঁর লেখা কবিতার চারটে বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যার মধ্যে তিনটে ভারতবর্ষে এবং একটি ওপার বাংলায়।
advertisement
তিনি জানান, ” ছোটবেলায় খুব বেশি দূর পড়াশোনা করতে পারিনি। ছোটবেলা থেকেই শখ কবিতা লেখার। সেলুনে বসে বসে কাজের ফাঁকেই কবিতা লিখি এবং পড়ে শোনাই। আমি চাই এখনও যে সমস্ত কবিতাগুলি রয়েছে কোনও সরকারিভাবে সেগুলিকে প্রকাশিত করার।”
advertisement
advertisement
তবে এখানেই শেষ নয় সাধন বাবু আরও আক্ষেপের সুরে জানান, “দীর্ঘ ৪০ বছর ধরে কবিতা লিখে আসছি{ তবে কবি হিসেবে কোনও সাম্মানিক সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আমি পাইনি। সরকার যদি আমায় কোনওভাবে সাহায্য করে অন্তত জীবনের শেষ বেলাটুকু শান্তিতে কাটাতে পারি”৷
সাধন বাবুর কবিতা শুনে ইতিমধ্যে অনেকেই বাহবা দিয়েছেন। তার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজনেরাও চান তিনি তার যোগ্য সম্মান পাক। এখন দেখার বাংলার প্রত্যন্ত এক গ্রামের কোলে লুকিয়ে থাকা অখ্যাত প্রতিভাসম্পন্ন এই কবি তার যোগ্য সম্মান পান কিনা।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2023 3:57 PM IST









