Nadia News: কুয়োতে উঁকি মারতেই চমকে উঠল পিলে... দানবাকার ওটা কী! হাড়হিম কাণ্ড

Last Updated:

নির্মীয়মাণ বাড়ির কাজের জন্য তৈরি একটি অস্থায়ী কুয়োর মধ্যে মিলল বিষধর চন্দ্রবোড়া সাপ।

+
উদ্ধার

উদ্ধার হওয়া বিষধর চন্দ্রবোড়া সাপ

শান্তিপুর: বন দফতরের তৎপরতায় উদ্ধার হল তিন ফুট লম্বা পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোড়া সাপ। এদিন ফুলিয়ার পরেশনাথপুর এলাকায় একটি বাড়ি তৈরির কাজে আর পাঁচটা দিনের মতোই আসেন কর্মীরা। কাজে আসার পরেই তাঁরা দেখেন অস্থায়ী কুয়োর মধ্যে পড়ে রয়েছে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। এর পরই তড়িঘড়ি বন দফতরেরখবর দেওয়া হলে বাহাদুরপুর পলাশগাছি বিট বন দফতরেরপক্ষ থেকে ছুটে আসেন কর্মীরা।
কুয়োর গভীরতা বেশি থাকায় প্রথমে কুয়োর মধ্যে নামতে পারেননি  কর্মীরা। পরে ফুলিয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের মইয়ের সাহায্যে কুয়োয় নেমে বেশ খানিকটা সময়ের চেষ্টায় উদ্ধার হয় প্রায় তিন ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ। বন দফতরেরপক্ষ থেকে এদিন সুজিত মিস্ত্রি জানান, উদ্ধার হওয়া সাপটি বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
চন্দ্রবোড়া সাপ বিষধর। বন দফতরের কর্মীরা জানান, এই সমস্ত সাপ দেখামাত্রই তাদেরকে যেন খবর দেওয়া হয় এবং এই সাপ কামড়ালে যত দ্রুত সম্ভব জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন।
advertisement
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কুয়োতে উঁকি মারতেই চমকে উঠল পিলে... দানবাকার ওটা কী! হাড়হিম কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement