Nadia News: নদিয়ায় ভোটের প্রচারে মিমি চক্রবর্তী, সেলিব্রেটিকে দেখতে ভিড় আমজনতার

Last Updated:

নদিয়ার কালীনারায়নপুরে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে আসেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী

+
অভিনেত্রী

অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী

নদিয়া: নদিয়ায় ভোট প্রচারে মিমি চক্রবর্তী। পঞ্চায়েত নির্বাচন আজই শেষ দিন। তাই নদিয়ার কালিনারায়নপুরে প্রার্থীদের হয়ে ভোট প্রচারে ঝড় তুলতে এসেছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। রাস্তার মোড়ে দু’ধারে কাতারে কাতারে মানুষজন ভিড় করেছিল তাঁকে দেখার জন্য। প্রথমে মিছিল করে, তার পর একটি জনসভার মাধ্যমে প্রচার শেষ করেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মানুষের পাশে যাঁরা থাকে, তাঁদের হয়ে ভোট চাইছি, এবং যাঁরা মানুষের পরিষেবা দেবে তাঁরাই ভোট পাবে।
প্রসঙ্গত হাতে গোনা এক দিন বাকি পঞ্চায়েত নির্বাচনের। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি শেষ মুহূর্তের ভোটের প্রচারে চরম ব্যস্ত। কোথাও রাজনৈতিক দলের তাবড় তাবড় নেতারা কিংবা কোথাও সেলিব্রেটি সমস্ত মুখ দিয়ে চলছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিষেকের মন্তব্যে ঝড়! বিজেপির দাবিকে পাঠালেন বাউন্ডারির বাইরে
নদিয়ার কালীনারায়নপুরে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে আসেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। এ দিন মিমি চক্রবর্তীকে দেখতে ভিড় জমান রাজনৈতিক ভেদাভেদ ভুলে স্থানীয় স্তরের সকল মানুষেরা।
advertisement
এদিনের এই বর্ণাঢ্য মিছিলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বানানো হয়েছিল নানারকম স্ট্যাচু। রংবেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল হুড খোলা জিপ। এবং তাতে করেই নির্বাচনী প্রচার সারেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: নদিয়ায় ভোটের প্রচারে মিমি চক্রবর্তী, সেলিব্রেটিকে দেখতে ভিড় আমজনতার
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement