Nadia Durga Puja 2022 II মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারি পুজোর থিমে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে ইতিমধ্যেই। তবে এখনও থামা হয়নি সেই কর্মসূচি থেকে। দেশকে ভালোবেসে দেশের বীর শহীদদের ভালোবেসে এবারের পুজো প্যান্ডেল উৎসর্গ করা হলো তাদেরকে।
#মাজদিয়া : দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে ইতিমধ্যেই। তবে এখনও থামা হয়নি সেই কর্মসূচি থেকে। দেশকে ভালোবেসে দেশের বীর শহীদদের ভালোবেসে এবারের পুজো প্যান্ডেল উৎসর্গ করা হলো তাদেরকে। নদিয়ার মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারির এবারের পূজো প্যান্ডেলে থিম দেশের বীর শহীদদের নিয়ে। দেশে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারি এবার স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন তাদের পুজো ও প্যান্ডেলের মধ্যে দিয়ে।
সম্পূর্ণ প্যান্ডেলটি রাত্রেবেলা আলোকসজ্জা করা হয়েছে দেশের জাতীয় পতাকার রং দিয়ে। প্যান্ডেলের ওপরের অংশটি গেরুয়া মাছের অংশটি সাদা এবং নিচের অংশটি সবুজ আলো দিয়ে মোরা হয়েছে। মেন্ডেলের ওপরে মাঝে রয়েছে মহাত্মা গান্ধীর মূর্তি। মন্ডপের ভেতরের আলোকসজ্জা কম যায় না! সেখানে রয়েছে মণ্ডপের ওপরে একটি বিশাল আকার ঝাড়বাতি। এছাড়াও মন্ডপের গায়ে দেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামীদের ছবি লাগানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মধ্যরাতেও মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে জনসমুদ্র কল্যাণীতে
লাগানো হয়েছে বাঙালির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে আজাদ হিন্দ বাহিনীর একাধিক দৃশ্যের ছবি। এছাড়াও রয়েছে মহাত্মা গান্ধীর আন্দোলনেরও বেশ কিছু ছবি। শুধু তাই নয় রয়েছে ভগৎ সিং বিনয় বাদল দীনেশ শহীদ ক্ষুদিরামের ছবি। এছাড়াও মাস্টারদা সূর্যসেনের অস্ত্র প্রশিক্ষণের ছবি। মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারির এবারের পুজোর মুল উদ্দেশ্য হলো দেশের তরুণ প্রজন্মকে স্বাধীনতার সংগ্রামীদের প্রতি আনুগত্য ও আকৃষ্ট করা। এই সমস্ত ছবিগুলোর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মাজদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারি জানাতে চেয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের মাহাত্ম্য।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
October 01, 2022 8:00 PM IST