হোম /খবর /নদিয়া /
আরাধ্য় গোপালের হাত থেকে সন্দেশ চুরি! প্রতিবাদ করায় চরম পরিণতি যুবকের

Crime News: আরাধ্য় গোপালের হাত থেকে সন্দেশ চুরি! প্রতিবাদ করায় চরম পরিণতি যুবকের

জরুরী বিভাগ শান্তিপুর

জরুরী বিভাগ শান্তিপুর

Crime News: অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন বেশ কিছু যুবক অশান্তি সৃষ্টি করে। প্রতিবাদ করেন দিবাকর দাস। অভিযোগ তখনই দুই যুবক দেশি পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে।

  • Share this:

শান্তিপুর: গোপালের হাত থেকে সন্দেশ চুরি করার প্রতিবাদে করেন যুবক। আর তার জেরেই দোল উৎসবের শোভাযাত্রা চলাকালীন দেশি পিস্তলের আঘাতে গুরুতর আহত হতে হয় তাঁকে। অভিযোগ এমনটাইয়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গিয়েছে, দেশি পিস্তলের বাঁটদিয়ে যুবকের মাথায় সজোরে আঘাত করা হয়। আহত যুবকের নাম দিবাকর দাস। বাড়ি শান্তিপুরের তরফদার পাড়ায়।

সূত্রের খবর, শান্তিপুরের পথে দোল উৎসব উপলক্ষে গোপালের মূর্তি নিয়ে বেশ কয়েকটি শোভাযাত্রা বার হয়। যার মধ্যে ছিল শান্তিপুর তরফদার পাড়ার লিডারস ক্লাব। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন শান্তিপুরের চাঁদনী পাড়ার বেশ কিছু যুবক অশান্তি সৃষ্টি করে। প্রতিবাদ করেন দিবাকর দাস। অভিযোগ তখনই দুই যুবক দেশি পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দিবাকর। তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু হয় যুবকের।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

আহত যুবকের অভিযোগ, দোল উৎসবের প্রথম দিনে তাদের পূজিত হওয়া গোপালের হাত থেকে সন্দেশ চুরির ঘটনা ঘটে। তখন প্রতিবাদ করেন তিনি। আর তার জেরে শোভাযাত্রা চলাকালীন তাকে একা পেয়ে তার উপর হামলা চালায় অভিযুক্তরা। এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে পুজো কমিটির তরফ থেকে।

মৈনাক দেবনাথ
Published by:Sanchari Kar
First published: