Murshidabad News: সাতসকালে পুকুরের মধ্যে ভাসছে ওটা কী! কাছে যেতেই চোখ কপালে উঠল স্থানীয়দের
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
সাত সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।
মুর্শিদাবাদ: সাত সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারের একটি পুকুর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয় শনিবার সকালে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পাতাসি খাতুন(৩৪)। বাড়ি সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জে থানার পুলিশ।
মৃতার দিদির অভিযোগ, তার বোন বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী এক যুবকের সঙ্গে মেলামেশা করত। অন্যদিনের মতো শুক্রবার রাত ন’টা নাগাদ বাড়ি থেকে বের হয় পাতাসি। প্রতিবেশী যুবক তাকে মেরে ফেলেছে বলে অভিযোগ দিদির । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
advertisement
advertisement
প্রতিবেশী এক যুবক জানান, দেহ দেখতে পেতেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমরা চাইব কীভাবে ওই যুবতীর মৃত্যু হল তার তদন্ত করুক পুলিশ।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 4:13 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সাতসকালে পুকুরের মধ্যে ভাসছে ওটা কী! কাছে যেতেই চোখ কপালে উঠল স্থানীয়দের