Murshidabad Tour : পুজোর ছুটিতে ইতিহাসের সাক্ষী হতে ঘুরে আসুন নবাবের শহর মুর্শিদাবাদ

Last Updated:

Murshidabad Tour : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।ঘুরে আসুন নবাবের শহরে।

পুজোর ছুটিতে ঘুরে আসুন মুর্শিদাবাদ জেলা 
পুজোর ছুটিতে ঘুরে আসুন মুর্শিদাবাদ জেলা 
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ঘুরতে যেতে আমাদের সবার ভালো লাগলো গত দু'বছর করোনা মহামারির কারণে ঘরবন্দি ছিল সকলেই। তবে এবার বদলে গেছে চিত্রটা, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময় বাইরে ঘুরতে যান অনেকেই। তাই এ বার পুজোর ছুটিতে দুদিন কাটিয়ে আসুন মুর্শিদাবাদে
পুজোর আর মাত্র মাসখানেক। পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে ভালবাসেন। তাই চারদিনের ছুটিতে মুর্শিদাবাদ ঘুরতে গেলে আপনি একদিকে যেমন পাবেন প্রাচীন ইতিহাসের ছোঁয়া তেমনি সাবেকি ও বারোয়ারি পুজোর আনন্দও আপনি এখানেই উপভোগ করতে পারেন।
advertisement
কীভাবে যাবেন: কলকাতা থেকে ট্রেনে আপনি বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে। বহরমপুরে অনেক বেশকিছু বিলাসবহুল হোটেল আছে সেখানেই সাধ্যের মধ্যে রুম নিয়ে আপনি থাকতে পারেন। কারণ সদর শহর থেকে আপনি যেখানে ঘুরতে যেতে চাইবেন সহজেই সেখানে গাড়ি পেয়ে যাবেন।
advertisement
দর্শনীয় স্থান: প্রথমেই আপনি ঘুরতে যেতে পারেন মুর্শিদাবাদের ঐতিহ্য বাহী হাজারদুয়রি দেখতে। হাজার দুয়ারী গেলে সেখান থেকেই আপনি দেখতে যেতে পারবেন কাটরা মসজিদ, কাঠ গোলার বাগান। ইমামবারা সতী পীঠের অন্যতম পীঠ কীরিটেশ্বরী। এবং শশাঙ্কের রাজধানী কর্নসুবর্ণ যা ইতিহাসের ছোট ছোট বেশ কিছু নির্দশন রয়েছে।
জঙ্গিপুর: পরের দিন সকালে আপনি যেতে পারেন জঙ্গিপুরে। বহরমপুর থেকে প্রায় এক ঘণ্টা দূরে জঙ্গিপুর শহর। সেই জঙ্গিপুরের আদুরেই হয় মা পেটকাটির পুজো। জেলার আত্যন্ত জাগ্রত প্রাচীন পুজোগুলির মধ্যে একটি। প্রচলিত যে এখানে মানত করলেই মন-কামনা পূরণ হয়। তাছাড়া নিমতিতার রাজবাড়ির পুজো, কাশিমবাজারের রাজবাড়ির পুজো দেখতে পারেণ। কারণ জেলার বনেদী ও প্রাচীন ঐতিহ্য আপনাকে পুরনো দিনে নিয়ে যাবে। তাই আঃর দেরি না-করে পুজর ছুটিতে দুদিন কাটিয়ে আসুন মুর্শিদাবাদে, যেখানে ভ্রমণ ও পুজো দুই স্বাদ আপনি আহরণ করতে পারবেন একযোগে।
advertisement
মুর্শিদাবাদের বৈশিষ্ট্য:
মুর্শিদাবাদ মানেই রাজনীতি, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার উত্থান-পতন সবই রয়েছে মুর্শিদাবাদের মাটিতে।
হাজারদুয়ারির গুগল লোকেশন-
https://maps.app.goo.gl/ejnQocRvz67U5ztP7
কীভাবে যাবেন এই মুর্শিদাবাদ
• কলকাতা থেকে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন রয়েছে মুর্শিদাবাদ যাওয়ার জন্য। শনিবার সকাল সকাল কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরতে পারেন। সকাল ৬:৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে এসে পৌঁছায় বেলা এগারোটা নাগাদ।
advertisement
• সময় থাকলে, খানিক হেলেদুলে পৌঁছে যান শিয়ালদহ স্টেশন। সকাল ৮টা থেকে প্রায় প্রতি ঘণ্টায় একটি ট্রেন আছে বহরমপুরের।
থাকা-খাওয়া
• বহরমপুর স্টেশন থেকে খানিক দূরত্বের মধ্যেই রয়েছে বেশ কিছু স্টার ও বাজেট হোটেল। অনলাইনে বুকিং করা আজকাল খুবই সহজ।
• রাজ্য পর্যটন দফতরের সুসজ্জিত লজও রয়েছে শহরে। এখানেও অগ্রিম বুকিং করা যায়। চলাফেরা
advertisement
• স্টেশন থেকে বহরমপুর শিল্পতালুক পৌঁছনোর জন্য রয়েছে টোটো, রিকশা। পর্যটকদের জন্য স্থানীয় গাড়ির ব্যবস্থাও রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Tour : পুজোর ছুটিতে ইতিহাসের সাক্ষী হতে ঘুরে আসুন নবাবের শহর মুর্শিদাবাদ
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement