Farakka NTPC: ফের বিক্ষোভ ফরাক্কাতে! NTPC পাওয়ার প্ল্যান্টের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
বিদ্যুৎ-এর খুঁটি বসাতে না দেওয়া ও অবিলম্বে গ্রামে সার্ভের দাবি নিয়ে ফের উতপ্ত হল মুর্শিদাবাদ জেলার ফরাক্কা। ফরাক্কার এনটিপিসি এক নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
মুর্শিদাবাদঃ বিদ্যুৎ-এর খুঁটি না বসাতে দেওয়া ও অবিলম্বে গ্রাম সার্ভের দাবিতে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার ফরাক্কা। ফরাক্কার এনটিপিসি এক নম্বর গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ। অন্যদিকে কাজে যেতে বাঁধা দেওয়া হয় এনটিপিসি আধিকারিক ও শ্রমিকদের। সোমবার সকাল থেকে ফরাক্কার এনটিপিসি এক নম্বর গেটের সামনে পার্শ্ববর্তী আধুয়া গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ ও এনটিপিসির সিআইএসএফ।
গ্রামবাসীদের অভিযোগ, ফরাক্কার এনটিপিসি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পার্শ্ববর্তী আন্দুয়া গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছে। বেশ কয়েকদিন আগে আন্দুয়া গ্রামে নতুন করে বিদ্যুৎ পোল বসাতে যায় রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরের কর্মীরা। তখন গ্রামবাসীরা বিদ্যুৎ পোল বসাতে বাধা দেয় এবং বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
গ্রামবাসীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে বলা হয় বিডিও অফিসে একটি বৈঠক করে এর সুষ্ঠু সমাধান করা হবে। তাই বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা। কিন্তু বিডিও অফিসে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে প্রশাসন বৈঠক করার পর প্রতিশ্রুতি দেয়, যে প্রশাসন ও এনটিপিসির আধিকারিকরা গ্রামে গিয়ে বিষয়টি দেখবে।
কিন্তু তারপরেও কোন রকম সার্ভে করতে না আসার প্রতিবাদে আজকে এনটিপিসির মেন গেটের সামনে আন্দুয়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায় এবং তাতে আটকে পড়ে এনটিপিসির আধিকারিক ও শ্রমিকরা। কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসুচী। বিক্ষোভে গ্রামের বাসিন্দাদের পাশাপাশি সামিল হন স্কুলের ছাত্র ও ছাত্রীরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2023 3:46 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Farakka NTPC: ফের বিক্ষোভ ফরাক্কাতে! NTPC পাওয়ার প্ল্যান্টের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা