Murshidabad News: জলকষ্টে গ্রামের বাসিন্দারা! প্রতিবাদে পথে নেমে গাড়ি ভাঙচুর
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বেলডাঙায় বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় পিএইচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অলোক কুমার মন্ডল তাকে ঘেরাও করে এবং তার গাড়ি ভাঙচুর করল গ্রামবাসীরা।
মুর্শিদাবাদ: তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। গরমে পুড়ছে বাংলা। আর এই গরমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় জলকষ্ট দেখা দিয়েছে। এবার বেলডাঙায় বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় পিএইচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অলোক কুমার মন্ডল তাঁকে ঘেরাও করে এবং তাঁর গাড়ি ভাঙচুর করল গ্রামবাসীরা।
জানা গিয়েছে, তীব্র গরমে জলস্তর নেমে গিয়েছে। ফলে দীর্ঘদিনের জল সংকটে ভুগছে মুর্শিদাবাদের বেলডাঙা থানার বেগুনবাড়ি বাথানপাড়া এলাকার গ্রাম বাসীরা। একাধিকবার প্রশাসনকে জানিয়ে কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তীব্র দাবদহ টিউবওয়েল থেকেও জল উঠছে না। ফলে জল কিনে খেতে হচ্ছে গ্রামের হতদরিদ্র গ্রামের বাসিন্দাদের। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, টাকা দিয়ে কতদিন কিনে খাবে জল। যার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে শনিবার রাতে স্হানীয় মানুষজন।
advertisement
advertisement
গ্রামে জলের কানেকশন দেওয়া হলেও তা দূরে দূরে বসানো হচ্ছে। যার কারণে শনিবার মধ্যে রাতে পিএইচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাড়ি আটকে প্রথমে বিক্ষোভ দেখানো হয়। পিএইচই ইঞ্জিনিয়ার অলোক কুমার দাসকেও ঘেরাও করে রাখা হয়। পরে তাঁর গাড়ি ভাঙচুর করে এবং গাড়ি আটকে রাখে স্থানীয় বাসিন্দারা। আগামীদিনে দ্রুত জলের ব্যবস্থা যদি না হয় বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারীদের গ্রামবাসীরা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ । পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
পিইউচই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অলোক কুমার মন্ডল জানান, বর্তমানে গ্রামে জলের কানেকশন দেওয়ার কাজ চলছে। তবে গ্রামের বাসিন্দাদের দাবি, ট্যাপ কানেকশন দুরে দুরে দেওয়ার জন্য তারা প্রতিবাদ করে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তবে গ্রামে অতি দ্রুত বাড়ির কাছেই জলের কানেকশন পৌঁছে যাবে বলেই জানান তিনি।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2024 5:42 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: জলকষ্টে গ্রামের বাসিন্দারা! প্রতিবাদে পথে নেমে গাড়ি ভাঙচুর