Heatwave Alert: তাপপ্রবাহে ওষ্ঠাগত জীবন! কী কী করবেন? জানাল স্বাস্থ্য দফতর
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Heatwave Alert: তীব্র তাপদাহ নিয়ে বিশেষ নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরে। যেভাবে প্রত্যেকটি দিন গরমের পারদ বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর।
কলকাতাঃ তীব্র তাপদাহ নিয়ে বিশেষ নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরে। যেভাবে প্রত্যেকটি দিন গরমের পারদ বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। যার ফলে বিশেষ নির্দেশিকা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলাতে।
আরও পড়ুনঃ ‘টুম্পা সোনা’-র পর জামাল কুদু! ফের প্যারোডি গানে বিজেপি-তৃণমূলকে কটাক্ষ বামেদের
হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী মৃগাঙ্ক মৌলিক এ বিষয় নিয়ে জানান রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হুগলি জেলার প্রত্যেকটি বড় হাসপাতাল এবং ব্লক অফিসে ওআরএস সেন্টার ও শীততাপ নিয়ন্ত্রিত একটি ঘরের ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
এই প্রখর দাবদাহে কোনও ব্যক্তি যদি আক্রান্ত হয় তাঁকে প্রাথমিক সেই সেন্টারে রেখে চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণেই এই উদ্যোগ নিতে বলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। হুগলি জেলায় উত্তরপাড়া শ্রীরামপুর চন্দননগর চুঁচুড়া আরামবাগ মেডিক্যাল কলেজের ইতিমধ্যেই এই শীততাপ নিয়ন্ত্রিত বিশিষ্ট একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে। বড় হাসপাতাল ছাড়াও বিভিন্ন গ্রামীন ব্লক স্বাস্থ্য কেন্দ্রীয় এই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2024 4:48 PM IST